ICC World cup 2023: বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত শুবমান, ডেঙ্গিতে আক্রান্ত ভারতের তরুণ ওপেনার

Published : Oct 06, 2023, 08:44 AM ISTUpdated : Oct 06, 2023, 10:01 AM IST
India vs West Indies, INDvsWI 3rd T20I, SuryaKumar Yadav, Tilak Varma, Shubman Gill, Hardik Pandya

সংক্ষিপ্ত

রবিবারই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ভারত। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচেই হয়তো থাকবেন না শুবমান গিল৷

বিশ্বকাপের শুরুতেই ধাক্কা ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগেই দুঃসংবাদ ভারতীয় ক্রিকেট দলের কাছে। রবিবারই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ভারত। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচেই হয়তো থাকবেন না শুভমন গিল৷ তাঁর ডেঙ্গি হয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবারের আগে জানা যাচ্ছে না আদৌ এই ম্যাচে খেলতে পারবেন কি না এই ভারতীয় ওপেনার। তরুণ এই ক্রিকেটারের উপর এবার অনেকটাই বিশ্বাস করেছিল ভারত। বিশ্বকাপের আগে যথেষ্ট ফর্মেও ছিলেন তিনি। শুভমনের অনুপস্থিতি ভারতের কাছে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।

শুবমানের বদলে ওপেনার কে?

শুভমন যদি একান্তই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে না পারে, সেক্ষেত্রে ঈশান নিশান ওপেন করবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি এক সময় রোহিত শর্মার সঙ্গে ওপেন করা লোকেশ রাহুলও দলে রয়েছেন৷ বিশ্বকাপের ম্যাচে তাঁকেও দেখা যেতে পারে। তবে ওপেনার হিসেবে ঈশান কিষানকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।

বৃহস্পতিবার শুরু হয়েছে ওডিআই বিশ্বকাপ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয় গতবারের রানার্স নিউজিল্যান্ড। বিশ্বকাপের প্রথম ম্যাচ ঘিরে দর্শকদের প্রবল আগ্রহ থাকবে বলে আশা করা হয়েছিল। কিন্তু ইংল্যান্ড যখন ব্যাটিং করছিল, তখন দেখা যায়, গ্যালারিতে মাত্র ৪,০০০ দর্শক! বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, অনলাইনে ৫০ শতাংশেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। গ্যালারির অনেক অংশের সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু অন্তত ম্যাচের প্রথমার্ধে তার প্রতিফলন দেখা যায়নি। টিকিট কেটেও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের শুরু থেকে মাঠে থাকবেন না দর্শকরা, এটা ভাবাই যায় না। কিন্তু আমেদাবাদে ঠিক সেটাই দেখা গেল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাঁকা গ্যালারি দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন। বিশ্বকাপের আয়োজকরাও এই ঘটনায় অস্বস্তিতে পড়েছেন।

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার