ICC World cup 2023: বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত শুবমান, ডেঙ্গিতে আক্রান্ত ভারতের তরুণ ওপেনার

রবিবারই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ভারত। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচেই হয়তো থাকবেন না শুবমান গিল৷

বিশ্বকাপের শুরুতেই ধাক্কা ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগেই দুঃসংবাদ ভারতীয় ক্রিকেট দলের কাছে। রবিবারই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ভারত। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচেই হয়তো থাকবেন না শুভমন গিল৷ তাঁর ডেঙ্গি হয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবারের আগে জানা যাচ্ছে না আদৌ এই ম্যাচে খেলতে পারবেন কি না এই ভারতীয় ওপেনার। তরুণ এই ক্রিকেটারের উপর এবার অনেকটাই বিশ্বাস করেছিল ভারত। বিশ্বকাপের আগে যথেষ্ট ফর্মেও ছিলেন তিনি। শুভমনের অনুপস্থিতি ভারতের কাছে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।

শুবমানের বদলে ওপেনার কে?

Latest Videos

শুভমন যদি একান্তই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে না পারে, সেক্ষেত্রে ঈশান নিশান ওপেন করবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি এক সময় রোহিত শর্মার সঙ্গে ওপেন করা লোকেশ রাহুলও দলে রয়েছেন৷ বিশ্বকাপের ম্যাচে তাঁকেও দেখা যেতে পারে। তবে ওপেনার হিসেবে ঈশান কিষানকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।

বৃহস্পতিবার শুরু হয়েছে ওডিআই বিশ্বকাপ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয় গতবারের রানার্স নিউজিল্যান্ড। বিশ্বকাপের প্রথম ম্যাচ ঘিরে দর্শকদের প্রবল আগ্রহ থাকবে বলে আশা করা হয়েছিল। কিন্তু ইংল্যান্ড যখন ব্যাটিং করছিল, তখন দেখা যায়, গ্যালারিতে মাত্র ৪,০০০ দর্শক! বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, অনলাইনে ৫০ শতাংশেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। গ্যালারির অনেক অংশের সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু অন্তত ম্যাচের প্রথমার্ধে তার প্রতিফলন দেখা যায়নি। টিকিট কেটেও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের শুরু থেকে মাঠে থাকবেন না দর্শকরা, এটা ভাবাই যায় না। কিন্তু আমেদাবাদে ঠিক সেটাই দেখা গেল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাঁকা গ্যালারি দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন। বিশ্বকাপের আয়োজকরাও এই ঘটনায় অস্বস্তিতে পড়েছেন।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya