Aiden Markram: আইসিসি টুর্নামেন্টের ফাইনালে শতরান, সৌরভদের সঙ্গে একই সারিতে মার্করাম

Published : Jun 14, 2025, 09:56 PM ISTUpdated : Jun 14, 2025, 10:00 PM IST
Aiden Markram: আইসিসি টুর্নামেন্টের ফাইনালে শতরান, সৌরভদের সঙ্গে একই সারিতে মার্করাম

সংক্ষিপ্ত

Century of Aiden Markram: দক্ষিণ আফ্রিকার (South Africa) ব্যাটার এইডেন মার্করাম (Aiden Markram) শতরান করে নজির গড়েছেন। তাঁর দল দীর্ঘ প্রতীক্ষার পর আইসিসি টুর্নামেন্ট জিতেছেন। শতরান করার পাশাপাশি মার্করাম বেশ কিছু রেকর্ডও গড়েছেন।

Records of Aiden Markram: লর্ডসে (Lords) আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (ICC World Test Championship Final 2025) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার (South Africa vs Australia) ব্যাটার এইডেন মার্করাম (Aiden Markram) ইতিহাস গড়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি কেরিয়ারের অষ্টম শতরান (১৩৬) করে প্রোটিয়াদের জয় এনে দিয়েছেন। কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে শতরান করা প্রথম দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসেবে মার্করামের নাম লেখা হল ইতিহাসের পাতায়। দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার টেস্ট ক্রিকেটে বিশ্বসেরা করার পাশাপাশি একাধিক ব্যক্তিগত নজিরও গড়েছেন মার্করাম।

সৌরভ-পন্টিংয়ের নজির ছুঁলেন মার্করাম

আইসিসি টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরান করা তৃতীয় খেলোয়াড় হিসেবে মার্করামের নাম লেখা হল। এর আগে ১৯৭৫ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে ক্লাইভ লয়েড (Clive Lloyd) এবং ১৯৯৬ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে অরবিন্দ ডি সিলভা (Aravinda de Silva) শতরান করেছিলেন। এছাড়াও, আইসিসি টুর্নামেন্টের ফাইনালে রান তাড়া করার ক্ষেত্রে শতরান করা পঞ্চম খেলোয়াড় হিসেবেও মার্করাম নতুন নজির গড়লেন। প্রথম ভারতীয় হিসেবে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে শতরান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ২০০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে ১১৭ রান করেন সৌরভ। সেই ম্যাচেই ১০২ রান করে অপরাজিত থেকে নিউজিল্যান্ডকে জেতান ক্রিস কেয়ার্নস (Chris Cairns)। ২০০৩ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ১৪০ রান করেন অস্ট্রেলিয়ার ব্যাটার রিকি পন্টিং (Ricky Ponting)।

টেস্টে বিশ্বসেরা দক্ষিণ আফ্রিকা

শনিবার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৭ বছরের আইসিসি ট্রফির খরা কাটল প্রোটিয়াদের। ১৯৯৮ সালে আইসিসি নকআউট ট্রফি (বর্তমানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি) জয়ের পর এবার দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল।

রাবাডা, কামিন্সের দুর্দান্ত বোলিং

লর্ডসের পিচে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া দক্ষিণ আফ্রিকাকে দুর্দান্ত সূচনা এনে দেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)। ৫১ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন তিনি। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২১২ রান করে। স্টিভ স্মিথ ৬৬ রান (Steve Smith) এবং বিউ ওয়েবস্টার ৭২ রান (Beau Webster) ভালো ইনিংস খেলেন। ব্যাটাররা ব্যর্থ হলেও, বোলিংয়ে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) দুর্দান্ত বোলিংয়ে ২৮ রানে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচ এক দিক থেকে অন্য দিকে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ায় অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৭৪ রানে এগিয়ে যায়।

বিফলে মিচেল স্টার্কের লড়াই

দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৭৩ রানে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। এই সময় মিচেল স্টার্কের (Mitchell Starc) অপরাজিত ৫৮ রান এবং অ্যালেক্স ক্যারির (Alex Carey) ৪৩ রানের ইনিংসে ভর করে ২০৭ রান করে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে অস্ট্রেলিয়া ২৮১ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকার সামনে ২৮২ রানের লক্ষ্যমাত্রা রাখে।

দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দিলেন মার্করাম

কঠিন টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই উইকেট হারায়। তবে মার্করাম ও টেম্বা বাভুমার (Temba Bavuma) দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে প্রোটিয়ারা জয় পেল। মার্করামের দুর্দান্ত শতরান এবং বাভুমার ৬৬ রানের ইনিংস দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। ম্যাচের চতুর্থ দিনে জয় পেয়ে চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম