WTC Final 2025: 'চোকার্স' বদনাম ঘুচল, টেস্টে প্রথমবার বিশ্বসেরা দক্ষিণ আফ্রিকা

Published : Jun 14, 2025, 05:16 PM ISTUpdated : Jun 14, 2025, 05:34 PM IST
Temba Bavuma and Aiden Markram (Photo: ICC)

সংক্ষিপ্ত

Aiden Markram: বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। অনেক ভালো ইনিংস খেলেছেন। তবে এবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (ICC World Test Championship Final 2025) অন্য উচ্চতায় পৌঁছে গেলেন এইডেন মার্করাম।

ICC World Test Championship Final 2025: ক্রীড়া দুনিয়ায় ২০২৫ সাল ন্যায়বিচারের বছর। ফুটবলে একাধিক দল প্রথমবার বড় সাফল্য পেয়েছে। এবার ক্রিকেটেও একই ঘটনা দেখা গেল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে অনেক অবিচার হয়েছে। ১৯৯২ সালে ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়মের গেরোয় হার, ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে হার-সহ অনেক হারই জুটেছে প্রোটিয়াদের কপালে। বারবার চাপের মুহূর্তে ভেঙে পড়ায় 'চোকার্স' হিসেবে পরিচিত হয়ে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। এবার সেই বদনাম ঘুচে গেল। শনিবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (ICC World Test Championship Final 2025) অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবার আইসিসি ট্রফি জিতল দক্ষিণ আফ্রিকা (South Africa vs Australia)। এই বড় সাফল্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

জয়ের নায়ক এইডেন মার্করাম

টেস্টে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিশ্বসেরা হওয়ার নায়ক এইডেন মার্করাম (Aiden Markram)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে প্রথম ইনিংসে ৬ বলে খেলে ০ রানে আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে অসাধারণ শতরান করে দলকে জেতালেন এই ওপেনার। তাঁর সঙ্গে লড়াই করেন অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। তবে শনিবার ম্যাচের চতুর্থ দিন বাভুমা আউট হয়ে গেলেও, ম্যাচের শেষদিক পর্যন্ত ক্রিজের এক দিক আঁকড়ে থাকেন মার্করাম। তাঁর জন্যই লর্ডসে (Lords) নতুন নজির গড়ল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২৮২ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া অত্যন্ত কঠিন ছিল। কিন্তু সেই কাজই সহজে করে দেখালেন মার্করাম। শেষদিকে তিনি আউট হয়ে গেলেও, ততক্ষণে প্রোটিয়াদের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। মার্করামের সঙ্গে যোগ্য সঙ্গত করলেন ডেভিড বেডিংহ্যাম (David Bedingham)। মার্করাম ১৩৬ রান করে আউট হয়ে যান। বাভুমা করেন ৬৬ রান। বেডিংহ্যাম ২১ রান করে অপরাজিত থাকেন।

ইতিহাসে বাভুমা

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে প্রথমবার আইসিসি টুর্নামেন্ট জিতে ইতিহাস গড়লেন বাভুমা। টানা আটটি টেস্ট ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। টেস্টে বিশ্বসেরা হওয়ার পর এবার ক্রিকেটের বাকি দুই ফর্ম্যাটেও চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করার শক্তি পাবে প্রোটিয়ারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম