WTC Final 2025: দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় অস্ট্রেলিয়ার, সুযোগ নিতে পারবে দক্ষিণ আফ্রিকা?

Published : Jun 12, 2025, 11:52 PM ISTUpdated : Jun 12, 2025, 11:56 PM IST
Travis Head

সংক্ষিপ্ত

South Africa vs Australia: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (ICC World Test Championship Final 2025) দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার লড়াই পঞ্চম দিনে গড়াচ্ছে না। তৃতীয় দিনেই ম্যাচ শেষ হয়ে যেতে পারে।

ICC World Test Championship Final 2025: লর্ডসে (Lords) এ কী হচ্ছে! আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২৫ (ICC World Test Championship Final 2025) কি তৃতীয় দিনেই শেষ হয়ে যাবে? বুধবার ম্যাচের প্রথম দিনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, ম্যাচ পঞ্চম দিনে গড়াবে না। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শেষে স্পষ্ট হয়ে গেল, পঞ্চম দিনের অনেক আগেই ম্যাচ শেষ হয়ে যাবে। বৃষ্টি বা অন্য কোনও কারণে ম্যাচে বিঘ্ন না ঘটলে শুক্রবারই ফল নির্ধারিত হয়ে যাবে। তবে অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা, কোন দল জয় পাবে, সে বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। যদিও দ্বিতীয় দিনের শেষে কিছুটা সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া। ২১৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। ফলে প্যাট কামিন্সরা (Pat Cummins) ফের চ্যাম্পিয়ন হতে পারেন।

লর্ডসে ২ দলেরই ব্যাটিং বিপর্যয়

এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। প্রথম ইনিংসে ২১২ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সর্বাধিক ৭২ রান করেন বিউ ওয়েবস্টার (Beau Webster)। স্টিভ স্মিথ (Steven Smith) করেন ৬৬ রান। ৫১ রান দিয়ে ৫ উইকেট নেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)। ৪৯ রান দিয়ে ৩ উইকেট নেন মার্কো জ্যানসেন (Marco Jansen)। এরপর দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসেও ব্যাটিং বিপর্যয় দেখা যায়। ১৩৮ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। সর্বাধিক ৪৫ রান করেন ডেভিড বেডিংহ্যাম (David Bedingham)। বাভুমা করেন ৩৬ রান। ২৮ রান দিয়ে ৬ উইকেট নেন কামিন্স। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৮ উইকেটে ১৪৪। অ্যালেক্স কেরি (Alex Carey) করেন ৪৩ রান। ফের অসাধারণ বোলিং করেন রাবাডা। ৪৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন এই পেসার। ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)।

লর্ডসের পরিসংখ্যান অস্ট্রেলিয়ার পক্ষে

ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচের ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র ৯ বার চতুর্থ ইনিংসে ব্যাটিং করা দল ম্যাচের সর্বাধিক রান করেছে। এর মধ্যে ৩ বার সংশ্লিষ্ট দল জয় পেয়েছে। এবার দক্ষিণ আফ্রিকাকে জয় পেতে হলে চতুর্থ ইনিংসে ম্যাচের সর্বাধিক স্কোর করতে হবে। লর্ডসে টেস্ট ম্যাচের ইতিহাসে মাত্র ৪ বার কোনও দল ২০০ রানের বেশি টার্গেট তাড়া করে জয় পেয়েছে। ২০০৫ সালের পর থেকে মাত্র ১ বার এই ঘটনা দেখা গিয়েছে। ফলে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা উজ্জ্বল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?