Bunny Hop Catch: বাউন্ডারি লাইনের বাইরে থেকে আর নেওয়া যাবে না ক্যাচ, ক্রিকেটের নিয়মে বদল

Published : Jun 14, 2025, 03:04 PM ISTUpdated : Jun 14, 2025, 03:08 PM IST
Michael Neser Bunny Hop Catch

সংক্ষিপ্ত

Cricket New Rules: ক্রিকেটের নিয়মের বিষয়ে সিদ্ধান্ত নেয় মেরিলিবোন ক্রিকেট ক্লাব (Marylebone Cricket Club)। এবার ক্যাচের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হল। ফলে বাউন্ডারি লাইনে যাঁরা ফিল্ডিং করবেন, তাঁদের সতর্ক থাকতে হবে।

Cricket Bunny Hop Boundary Catches: ক্যাচ নেওয়ার জন্য বাউন্ডারি লাইনের বাইরে চলে গেলেন এক ফিল্ডার। শূন্যে লাফিয়ে উঠে বল ধরে বাউন্ডারি লাইনের মধ্যে থাকা সতীর্থর দিকে ছুড়ে দিলেন। অথবা নিজেই শূন্যে লাফিয়ে উঠে বল ধরে ছুড়ে দিয়ে বাউন্ডারি লাইনের মধ্যে ফিরে এসে ক্যাচ নিলেন। অনেক ক্রিকেট ম্যাচেই এই দৃশ্য দেখা গিয়েছে। দর্শকরা এই ধরনের ক্যাচ দেখে রোমাঞ্চিত হয়ে উঠেছেন। কিন্তু ক্রিকেটে আর এরকম ক্যাচ (Bunny Hop Boundary Catches) দেখা যাবে না। বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের নিয়মে বদল এনেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (Marylebone Cricket Club)। ক্রিকেটের নিয়মের ১৯.৫.২ ধারা সংশোধন করা হয়েছে। এর ফলে শূন্যে উঠে বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে আর ক্যাচ নেওয়া যাবে না। ১৭ জুন আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম। তবে সরকারিভাবে এমসিসি-র আইনে এই নিয়ম যুক্ত করা হবে ২০২৬ সালের অক্টোবরে।

ক্যাচের নিয়মে কেন বদল?

টি-২০ ফর্ম্যাটের যুগে ক্রিকেট অনেক বদলে গিয়েছে। ফিল্ডাররা এখন অনেক বেশি তৎপর। বেশিরভাগ ম্যাচেই দুর্দান্ত কিছু ক্যাচ দেখা যায়। এতদিন ক্রিকেটের নিয়ম ছিল, ক্যাচ নেওয়ার মুহূর্তে যদি বাউন্ডারি লাইনের বাইরে পা বা শরীরের অন্য কোনও অংশ না পড়ে, তাহলে সেই ক্যাচ বৈধ। এই নিয়মের সুযোগ নিয়েছেন অনেক ফিল্ডার। ২০২৩ সালের বিগ ব্যাশ লিগে (BBL 2023) বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে শূন্যে লাফিয়ে ক্যাচ নেন মাইকেল নেসার (Michael Neser)। ২০২০ সালে রিলে ক্যাচ নেন টম ব্যান্টন (Tom Banton) ও ম্যাট রেনশ (Matt Renshaw)। এই ক্যাচগুলি দেখে দর্শকরা উচ্ছ্বসিত হয়ে উঠলেও, অনেকে দাবি করেন, নিয়মের অপব্যবহার করছেন ক্রিকেটাররা। এই কারণেই নিয়মে বদল আনা হল।

 

 

ফিল্ডারের পা থাকতে হবে বাউন্ডারি লাইনের মধ্যেই

এমসিসি-র পক্ষ থেকে নতুন নিয়ম ব্যাখ্যা করে জানানো হয়েছে, কোনও ফিল্ডার যদি বাউন্ডারি লাইনের মধ্যে থেকে বল ধরে শূন্যে লাফিয়ে উঠে বাউন্ডারি লাইনের বাইরে চলে গিয়ে ফিরে এসে ক্যাচ নেন, তাহলে সেই ক্যাচ বৈধ। কিন্তু বাউন্ডারি লাইনের বাইরে যদি সেই ফিল্ডার একাধিকবার পা ফেলেন, তাহলে সেই ক্যাচ বৈধ হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?