ICC World Test Championship: টেস্ট ম্যাচে পয়েন্টের নিয়মে বড়সড় বদল আনছে আইসিসি?

Published : Mar 20, 2025, 06:19 PM IST
The future of the ICC World Test Championship is in question due to the Coronavirus epidemic spb

সংক্ষিপ্ত

টেস্ট ক্রিকেটের (Test Cricket) নিয়মে এবার বড়সড় বদল। তাহলে কি এবার বড় ব্যবধানে টেস্ট জয়ের ক্ষেত্রে ভূমিকা নিতে চলেছে বোনাস পয়েন্ট?

ICC World Test Championship: সেইরকমই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, পয়েন্টের নিয়মে বড়সড় বদল আনতে পারে আইসিসি (ICC)। সূত্রের খবর এমনই। যদিও এখনও সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

আগামী এপ্রিল মাসে আইসিসি-র বোর্ড মিটিং রয়েছে। সেই বোর্ড মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সেখানেই এই নতুন বোনাস পয়েন্টের নিয়মটি নিয়ে আলোচনা হবে। অর্থাৎ, সেই বৈঠকে পুরো বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।

যদি এইরকম কোনও নিয়ম চালু হয়, তাহলে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭) প্রভাব পড়তে বাধ্য। সেক্ষেত্রে বড় ব্যবধানে টেস্ট জিতলেই অতিরিক্ত সুবিধা পেয়ে যাবে বিজয়ী দল। এমনিতেই সবচেয়ে কম ব্যবধানে বা ইনিংসে জয়ী দল ১২ পয়েন্ট করে পায়। ওদিকে টাই হলে ৬ পয়েন্ট। আর ড্র করলে পাওয়া যায় ৪ পয়েন্ট।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, ১০০ রান বা তার চেয়ে বেশি রানের ব্যবধানে জয়ী দলকে বোনাস পয়েন্ট দেওয়ার কথা ভাবছে আইসিসি (ICC)। কোনও দল যদি অন্য টিমকে হোয়াইটওয়াশ করে দেয়, তাহলে সেই দলকেও দেওয়া হতে পারে অতিরিক্ত পয়েন্ট।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রাক্তন এক ভারতীয় ক্রিকেটার পিটিআইকে জানিয়েছেন, “এমন হলে তো বেশ ভালোই। দলগুলি ভালো ফলাফলের জন্য মুখিয়ে থাকবে। আমরা প্রত্যেকেই তো চাই ভালো ক্রিকেট দেখতে।”

জানা যাচ্ছে, অ্যাওয়ে সিরিজ জিতলেও নাকি দেওয়া হতে পারে বোনাস পয়েন্ট। তবে এই ব্যাপারে সেই প্রাক্তন ক্রিকেটার যোগ করেছেন, “গতবছর ভারতে এসে ভারতকে হারিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। কিউয়িদের কাছে এটি আসলেই একটি ঐতিহাসিক জয়। কারণ, দেশের মাটিতে ভারত কার্যত অপ্রতিরোধ্য। কিন্তু সেই ভারতকেই আবার হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু সেই জন্য কোনও অতিরিক্ত পয়েন্ট পায়নি তারা। তাই বোনাস পয়েন্ট দেওয়া হলে বিজয়ী টিমের কাছে সেটা দারুণ একটা বিষয় হয়ে দাঁড়াবে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?