KKR vs RCB: শনিবার কালবৈশাখীর পূর্বাভাস, ইডেনে আইপিএল উদ্বোধন নির্বিঘ্নে হবে?

IPL 2025 Opening Match: শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল ২০২৫। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে আশঙ্কা তৈরি হয়েছে।

IPL 2025 Opening Ceremony: শনিবার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৫-এর (IPL 2025) উদ্বোধনী ম্যাচ। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তার আগে চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান (IPL 2025 Opening Ceremony) হবে। কিন্তু এবারের আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ ভালোভাবে হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ, আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী হতে পারে। বৃষ্টি ও ঝোড়ো বাতাস থাকলে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কোনও অনুষ্ঠানই সম্ভব হবে না। ফলে যাবতীয় আয়োজনই ভেস্তে যাবে। সেক্ষেত্রে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। দর্শকরাও বঞ্চিত হবেন। ফলে আবহাওয়ার দিকে নজর রাখছেন বিসিসিআই (ICC) ও কেকেআর (KKR) কর্তারা।

আলিপুর আবহাওয়া দফতর কী বলছে?

Latest Videos

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবারও আবহাওয়া একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার যদি বিকেলের পর কলকাতায় বৃষ্টি নামে, তাহলে আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ শুরু করা কঠিন।

শনিবার দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। একইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এছাড়া শিলাবৃষ্টি, বজ্রপাতও হতে পারে। ফলে ইডেন গার্ডেন্সে ম্যাচ আয়োজন করা অত্যন্ত কঠিন। সিএবি কর্তারা অবশ্য ম্যাচ আয়োজনের জন্য সবরকম ব্যবস্থা রাখছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee-র আদেশেই West Bengal-এ চুরি-বাটপারি হয়!’ তীব্র আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
'বাপ তুলেই বলব, সরে যা না হলে...চালিয়ে দেব' বিস্ফোরক দিলীপ ঘোষ | Dilip Ghosh Kharagpur News
পুলিশের সঙ্গে তীব্র বচসা! BJP'র মহিলা মোর্চার বিক্ষোভে উত্তাল কলকাতা | BJP Protest Kolkata
কেন যোগেশ চন্দ্র কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি? এ কী বললেন কৌস্তুব বাগচী | Kaustav Bagchi
Nadia News: Krishnanagar-এ রেল চলাচল ঘিরে বিক্ষোভ! যাতায়াত বন্ধের আশঙ্কায় ফুঁসছে এলাকাবাসী