ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফি জেতার পুরস্কার, রোহিতদের মোটা অঙ্কের টাকা বিসিসিআই-এর

Published : Mar 20, 2025, 04:02 PM ISTUpdated : Mar 20, 2025, 04:25 PM IST
Team India with the ICC Champions Trophy. (Photo- BCCI)

সংক্ষিপ্ত

Team India: ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতার পর এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতল ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপ জয়ের পর সংবর্ধনা পেলেও, এবার শুধু আর্থিক পুরস্কার পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা।

ICC Champions Trophy 2025: আইপিএল ২০২৫ (IPL 2025) শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রিকেটারদের জন্য সুখবর। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025) জেতার জন্য ৫৮ কোটি পাচ্ছে ভারতীয় দল। বিসিসিআই (BCCI) সভাপতি রজার বিনি এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, 'পরপর দু'বার আইসিসি খেতাব জয় বিশেষ সাফল্য। এই পুরস্কার বিশ্ব মঞ্চে টিম ইন্ডিয়ার নিষ্ঠা, শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। আমরা যে আর্থিক পুরস্কার দিচ্ছি, তা পর্দার আড়ালে সবার কঠোর পরিশ্রমের স্বীকৃতি। আমরা ২০২৫ সালে দ্বিতীয় আইসিসি ট্রফি জিতলাম। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর এবার আমরা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতলাম। আমাদের দেশে ক্রিকেটে সাফল্য পাওয়ার জন্য যে সুন্দর ব্যবস্থা গড়ে তুলতে পেরেছি, তা বোঝা যাচ্ছে।'

পরপর সাফল্যে বিসিসিআই কর্তারা খুশি

শনিবার শুরু হচ্ছে আইপিএল। তার আগে ক্রিকেটারদের আপত্তিতেই সংবর্ধনার ব্যবস্থা করেনি বিসিসিআই। তবে ক্রিকেটারদের জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা হল। এ বিষয়ে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, ‘পুরো টুর্নামেন্টে দল যে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে, তার প্রতি সম্মান জানিয়েই আর্থিক পুরস্কার ঘোষণা করা হল। খেলোয়াড়রা চাপের মুখে চমকপ্রদ সংযমের পরিচয় দিয়েছে। ওদের সাফল্য সারা দেশের উঠতি ক্রিকেটারদের কাছে অনুপ্রেরণা। দল ফের প্রমাণ করে দিল যে ভারতীয় ক্রিকেট দক্ষতা, মানসিক কাঠিন্য ও জয়ের মানসিকতার শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে।’

আইসিসি টুর্নামেন্টে ধারাবাহিকভাবে সফল ভারতের

২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম টি-২০ বিশ্বকাপ জেতে ভারতীয় দল। এরপর ২০১১ সালে ধোনির নেতৃত্বেই ওডিআই বিশ্বকাপ জেতে ভারত। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারতীয় দল। এরপর এক দশক আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতার পর এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এই দুই তারকা ক্রিকেটার অবসর নেওয়ার আগে ভারতীয় দলকে আরও সাফল্য এনে দিতে চান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?