
India vs South Africa: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC World Test Championship) পয়েন্ট তালিকায় পাকিস্তানেরও পিছনে চলে গেল ভারতীয় দল! বুধবার গুয়াহাটির (Guwahati) বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪০৮ রানে হেরে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটের লজ্জা বাড়ল। দেশের মাটিতে এই সিরিজে ০-২ হেরে গেল ভারতীয় দল। এই হারের ফলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে নেমে গেল ভারত। এই সংস্করণে এখনও পর্যন্ত শুবমান গিলরা (Shubman Gill) চার ম্যাচে জয় পেয়েছেন, চার ম্যাচে হেরে গিয়েছেন এবং এক ম্যাচ ড্র করেছেন। ভারতের পয়েন্ট ৫২ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৪৮.১৫। সেখানে পাকিস্তান এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলে এক ম্যাচে জয় পেয়েছে এবং অপর ম্যাচ হেরে গিয়েছে। তাদের পয়েন্ট ১২ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৫০। টেস্ট ক্রিকেটে গত দুই বছর ধরে পাকিস্তানও ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না। তারা বেশি ম্যাচও খেলেনি। কিন্তু তালেগোলে এখন পয়েন্ট তালিকায় ভারতের চেয়ে এগিয়ে গিয়েছে পাকিস্তান।
ভারতের অপর এক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাও (Sri Lanka) এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় এগিয়ে। এই সংস্করণে দুই ম্যাচ খেলে এক ম্যাচ জিতেছে এবং অপর ম্যাচ ড্র করেছে শ্রীলঙ্কা। ফলে তাদের পয়েন্ট ১৬ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৬৬.৬৭। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। ভারতের মাটিতে সিরিজে ২-০ জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা চার ম্যাচ খেলে তিন ম্যাচে জয় পেয়েছে এবং এক ম্যাচে হেরে গিয়েছে। প্রোটিয়াদের পয়েন্ট ৩৬ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৭৫। তারা পয়েন্ট তালিকায় এখন দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা অস্ট্রেলিয়া চার ম্যাচ খেলে চার ম্যাচেই জয় পেয়েছে। তাদের পয়েন্ট ৪৮ এবং পয়েন্ট পার্সেন্টেজ ১০০।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সংস্করণে দুই ম্যাচ খেলে এক ম্যাচে হেরে গিয়েছে এবং এক ম্যাচ ড্র করেছে বাংলাদেশ (Bangladesh)। তাদের পয়েন্ট চার এবং পয়েন্ট পার্সেন্টেজ ১৬.৬৭। ওয়েস্ট ইন্ডিজ (West Indies) এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে পাঁচ ম্যাচেই হেরে গিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।