
Ali Khan Tareen: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) সঙ্গে দ্বন্দ্বের জেরে পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League) মুলতান সুলতানসের (Multan Sultans) কর্ণধার পদ থেকে সরে গেলেন আলি খান তারিন। মঙ্গলবার তাঁর ফ্র্যাঞ্চাইজির চুক্তি নবীকরণের প্রস্তাব দিতে রাজি হয়নি পিসিবি। পিএসএল-এর বাকি পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে আগামী এক দশকের জন্য চুক্তি নবীকরণের প্রস্তাব দিয়েছিল পিসিবি। সেই চুক্তি নবীকরণও হয়ে গিয়েছে। কিন্তু পিসিবি-র সঙ্গে শুধু মুলতান সুলতানসেরই নতুন করে চুক্তি হয়নি। ফলে এই ফ্র্যাঞ্চাইজি আগামী মরসুমের পিএসএল-এ খেলবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। তারিনের পরিবর্তে অন্য কেউ মুলতান সুলতানসের কর্ণধার হলে পিসিবি নতুন করে চুক্তি করবে না এই ফ্র্যাঞ্চাইজির পরিবর্তে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিকে খেলার সুযোগ দেওয়া হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
বেশ কিছুদিন ধরেই পিসিবি-র সঙ্গে দ্বন্দ্ব চলছিল। সেই কারণেই এবার সরে গেলেন তারিন। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘সবার সঙ্গে যে আমার মিল হবে, তা নয়। আমি সে কথা জানি। আমার তাতে কোনও সমস্যা নেই। আমি চিরকাল সৎ থেকেছি। আমার মন যা আছে, তা সবসময় প্রকাশ করেছি। আমি কোনওদিন নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রেখে সবার সঙ্গে মিলেমিশে থাকা শিখিনি। আমি কোনওদিনই এরকম না। সবার সঙ্গে থাকার অর্থ যদি সেই নীতির সঙ্গে আপস করা হয়, তাহলে আমার একটাই সিদ্ধান্ত নেওয়ার আছে।’
কয়েক মাস আগে পিএসএল নিয়ে হতাশা প্রকাশ করে তারিন বলেন, 'আমি পিএসএল-এর সঙ্গে সরাসরি যুক্ত। আমি এই লিগে আর্থিকভাবে যেমন বিনিয়োগ করেছি, তেমনই আবেগও রয়েছে। কিন্তু প্রতি বছর আমাদের আর্থিক ক্ষতি হয়। তারপরেও আমরা এই লিগে যোগ দিই। কারণ, আমরা ক্রিকেট ও পিএসএল-কে ভালোবাসি। আমি চাই এই লিগের উন্নতি হোক। এই লিগ বিশ্বের অন্য লিগগুলির সঙ্গে লড়াই করুক। কিন্তু এখন পিএসএল সেরা পাঁচ লিগের মধ্যে নেই।' এরপর তাঁর সঙ্গে পিসিবি কর্তাদের দ্বন্দ্ব বেড়ে যায়। শেষপর্যন্ত পিএসএল থেকে সরেই গেলেন তারিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।