IND vs AUS 3rd T20: তৃতীয় টি-২০ ম্যাচে দুরন্ত জয় ভারতের, অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

Published : Nov 02, 2025, 05:13 PM ISTUpdated : Nov 02, 2025, 05:37 PM IST
IND vs AUS 3rd T20

সংক্ষিপ্ত

IND vs AUS 3rd T20: হোবার্টের বেলেরিভ ওভাল স্টেডিয়ামে রবিবার, তৃতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম অস্ট্রেলিয়া। সেই ম্যাচেই ৫ উইকেটে জয় পেল ভারত।

IND vs AUS 3rd T20: তৃতীয় টি-২০ ম্যাচে দুরন্ত জয় তুলে নিল ভারত (ind vs aus t20)। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় তারা। কিন্তু তৃতীয় ম্যাচে, অস্ট্রেলিয়াকে বধ করল টিম ইন্ডিয়া। 

৫ উইকেটে দুরন্ত জয় ভারতের

হোবার্টের বেলেরিভ ওভাল স্টেডিয়ামে রবিবার, তৃতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম অস্ট্রেলিয়া। সেই ম্যাচেই ৫ উইকেটে জয় পেল ভারত (australia vs india t20)। টসে জিতে এই ম্যাচে বোলিং করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব। 

 

 

ব্যাট করতে নেমে প্রথমেই বিপাকে পড়ে অজি ব্রিগেড। ওপেনার ট্র্যাভিস হেড প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ৬ রানে। অধিনায়ক মিচেল মার্শ করেন মাত্র ১১ রান। দলের উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিশের সংগ্রহে ১ রান, ম্যাথু শর্টের ঝুলিতে ২৬ এবং জেভিয়ার বার্টলেট করেন ৩ রান। 

নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার ওপেনিং এবং মিডল অর্ডার ব্যাটিং লাইনআপকে কার্যত, শেষ করে দেন টিম ইন্ডিয়ার বোলাররা। তবে তার মধ্যেও দুরন্ত লড়াই করেন টিম ডেভিড। উপহার দেন ৩৮ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস। তাঁর স্ট্রাইক রেট ১৯৪.৭৪। এই ইনিংসে ছিল ৮টি চার এবং ৫টি ছয়। 

৩ উইকেট নেন আর্শদীপ সিং

অন্যদিকে, গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মার্কাস স্টয়নিসও। তাঁর সংগ্রহে ৩৯ বলে ৬৪ রান। স্ট্রাইক রেট ১৬৪.১০। স্টয়নিসের এই ইনিংসে ছিল ৮টি চার এবং ২টি ছয়। তবে মিচেল ওয়েন খালি হাতে প্যভিলিয়নে ফিরে যান। নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে অস্ট্রেলিয়া। 

ভারতের হয়ে ৩ উইকেট নেন আর্শদীপ সিং, ২ উইকেট পান বরুণ চক্রবর্তী এবং ১টি উইকেট শিবম দুবের দখলে। 

জবাবে ব্যাট করতে নেমে, ভারতের হয়ে অভিষেক শর্মা করেন ২৫ রান, শুভমান গিলের সংগ্রহে ১৫ রান এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের ঝুলিতে ২৪ রান। এছাড়া তিলক ভার্মা করেন ২৯ রান এবং অক্ষর প্যাটেল ১৭ রান যোগ করেন স্কোরবোর্ডে। 

 

 

তবে ওয়াশিংটন সুন্দরের কথা বলতেই হয়। ২৩ বলে ৪৯ রানের অসাধারণ ইনিংস খেলেন ভারতের এই তরুণ ব্যাটার। তাঁর স্ট্রাইক রেট ২১৩.০৪ এবং এই ইনিংস ছিল ৩টি চার এবং ৪টি ছয়। নিঃসন্দেহে অনবদ্য ক্রিকেট। শেষপর্যন্ত, অপরাজিত থেকে এবং টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ওয়াশিংটন। 

ম্যাচের সেরা আর্শদীপ 

অপরদিকে, দলের উইকেটকিপার-ব্যাটার জীতেশ শর্মাও ২২ রানে অপরাজিত ছিলেন। ১৮.৩ ওভারে, মাত্র ৫ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ম্যাচের সেরা আর্শদীপ সিং।

ভারতের প্রথম একাদশঃ অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, জীতেশ শর্মা (উইকেটকিপার-ব্যাটার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা 

অস্ট্রেলিয়ার প্রথম একাদশঃ মিচেল মার্শ (অধিনায়ক), ট্র্যাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার-ব্যাটার), টিম ডেভিড, মিচেল ওয়েন, মার্কাস স্টয়নিস, ম্যাথু শর্ট, শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, ম্যাথু কুহনেম্যান

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?