
Australia vs India Third T20: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে নেমে ম্যাচের শুরুটা ভালো করলেও, তারপর চাপে পড়ে গেল ভারতীয় দল। ছয় উইকেট হারিয়ে ১৮৬ রান করল অস্ট্রেলিয়া। ৩৮ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেললেন টিম ডেভিড (Tim David)। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি। মার্কাস স্টোইনিসও (Marcus Stoinis) দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ৩৯ বলে ৬৪ রান করেন। তিনি আটটি বাউন্ডারি ও দু'টি ওভার-বাউন্ডারি মারেন। ম্যাথিউ শর্ট (Matthew Short) ১৫ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। তিনি জোড়া বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh) ওপেন করতে নেমে ১৪ বলে ১১ রান করেন। অস্ট্রেলিয়ার অন্য কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি।
এই ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। তিনি চার ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে তিন উইকেট নেন। বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) চার ওভার বোলিং করে ৩৩ রান দিয়ে জোড়া উইকেট নেন। তিন ওভার বোলিং করে ৪৩ রান দিয়ে এক উইকেট নেন। এই ম্যাচে ভালো বোলিং করলেও, উইকেট পাননি ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তিনি চার ওভার বোলিং করে ২৬ রান দেন। চার ওভার বোলিং করে ৩৫ রান দেন অক্ষর প্যাটেল (Axar Patel)। এক ওভার বোলিং করে ১৩ রান দেন অভিষেক শর্মা (Abhishek Sharma)।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ০-১ পিছিয়ে ভারতীয় দল। হোবার্টে জয় পেলে সমতা ফেরাতে পারবেন অভিষেকরা। সেই লক্ষ্যেই তাঁরা ব্যাটিং করতে নেমেছেন। ১৮৭ রানের টার্গেট কঠিন। তবে ভালো ব্যাটিংস করতে পারলে ভারতীয় দল এই ম্যাচে জয় পেতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।