IND vs AUS T20: ব্যাটিং ভরাডুবি ভারতের! লড়লেন অভিষেক-হর্ষিত, মাত্র ১২৫ রানেই শেষ ভারতের ইনিংস

Published : Oct 31, 2025, 03:50 PM ISTUpdated : Oct 31, 2025, 04:48 PM IST
IND vs AUS T20

সংক্ষিপ্ত

IND vs AUS T20: ব্যাটিং ভরাডুবি টিম ইন্ডিয়ার। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। কিন্তু ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে ভারত। দলের সহ-অধিনায়ক শুভমান গিল ফিরে যান মাত্র ৫ রানে। 

IND vs AUS T20: ব্যাটিং বিপর্যয় ভারতের। মেলবোর্নে শুক্রবার, দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-বনাম অস্ট্রেলিয়া (india national cricket team vs australian men’s cricket team match scorecard)। ক্যানবেরাতে প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর, মেলবোর্নে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল (ind vs aus today)।

ব্যাটিং ভরাডুবি টিম ইন্ডিয়ার

আর সেই ম্যাচেই ব্যাটিং ভরাডুবি টিম ইন্ডিয়ার। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। কিন্তু ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে ভারত। দলের সহ-অধিনায়ক শুভমান গিল ফিরে যান মাত্র ৫ রানে। কিন্তু হাল ধরেন দলের আরেক ওপেনার অভিষেক শর্মা। দুরন্ত ব্যাটিং করেন তিনি। উপহার দেন ৩৭ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস। 

 

 

তবে তিনি বাদে আর কেউ সেইভাবে বড় রান করতে পারেননি। বিশেষ করে। দলের মিডল অর্ডার পুরোপুরিভাবে ব্যর্থ। সঞ্জু স্যামসন ফিরে যান মাত্র ২ রানে, অধিনায়ক সূর্যকুমারের সংগ্রহে মাত্র ১ রান, তিলক ভার্মাতো খাতাই খুলতে পারেননি, অক্ষর প্যাটেল করেন মাত্র ৭ রান এবং শিবম দুবের ঝুলিতে ৪ রান।  

মাত্র ১২৫ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস

তবে হর্ষিত রানা কিছুটা লড়াই করেন। তাঁর ঝুলিতে ৩৫ রান। কিন্তু কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা কোনও রানই করতে পারেননি। অর্থাৎ, মোট চারজন ব্যাটার খালি হাতে প্যাভিলিয়নে ফিরে গেছেন। যার ফলে ১৮.৪ ওভারে, মাত্র ১২৫ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। 

অস্ট্রেলিয়ার হয়ে ৩টি উইকেট নেন জশ হ্যাজেলউড, ২টি করে উইকেট পেয়েছেন জেভিয়ার বার্টলেট এবং নাথান এলিস ও একটি উইকেট পেয়েছেন মার্কাস স্টয়নিস। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টুথপেস্টের বিজ্ঞাপনের ভিডিওতে আঙুলে নেই এনগেজমেন্ট রিং, স্মৃতি মন্ধানাকে ঘিরে নতুন জল্পনা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় ওডিআই ম্যাচে অনিশ্চিত নান্দ্রে বার্গার, টনি ডে জর্জি