IND vs ENG Test 2025: চতুর্থ দিনের লাঞ্চ ব্রেক! আপাতত ভারত এগিয়ে রয়েছে ১৫৯ রানে

Published : Jun 23, 2025, 05:43 PM IST
ind vs eng test 2025

সংক্ষিপ্ত

IND vs ENG Test 2025: চলছে ২২ গজের মহারণ। মুখোমুখি ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG 2025)। 

IND vs ENG Test 2025: খেলা চলছে চতুর্থ দিনের। আপাতত মধ্যাহ্নভোজের বিরতি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত এগিয়ে রয়েছে ১৫৯ রানে।

হেডিংলেতে কার্যত, মহারণ

সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ভারত বনাম ইংল্যান্ড (india vs england test series 2025)। যে ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ব্রিটিশরা। প্রথম ইনিংসে ব্যাট করে ৪৭১ রান তোলে টিম ইন্ডিয়া। 

আর সেই ইনিংসে অনবদ্য ক্রিকেট উপহার দেন তিন ভারতীয় ব্যাটার। প্রথমজন হলেন যশস্বী জয়সওয়াল। খেলেন ১০১ রানের ঝকঝকে ইনিংস। এরপর আসা যাক দলের অধিনায়ক শুভমান গিলের কথায়। টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ। তাও আবার ইংল্যান্ডের মাটিতে। কিন্তু অসাধারণ ইনিংস খেললেন ২২ গজে। করলেন গুরুত্বপূর্ণ ১৪৭ রান। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ, তাঁর কাঁধে যখন টেস্ট ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে, তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন। 

কিন্তু এবার নিন্দুকদের সরাসরি জবাব দিলেন শুভমান এবং সেটা ২২ গজে অনবদ্য ক্রিকেটের মধ্য দিয়েই। এছাড়াও আরেকজনের কথা তো বলতেই হবে। আইপিএলে ব্যর্থ হওয়ার পরেও তাঁকে টেস্ট দলে সুযোগ দেওয়া হয়। তিনি হলেন ঋষভ পন্থ। সেই ঋষভও শতরান পেলেন। উপহার দিলেন ১৩৪ রানের ইনিংস। ফলে, ভারত বেশ সুবিধাজনক জায়গায় পৌঁছে যায়। 

ইংল্যান্ডের হয়ে ৪টি করে উইকেট পান টং এবং বেন স্টোকস

এছাড়া ১টি করে উইকেট পান ব্রাইডন কার্স এবং শোয়েব বসির। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও বেশ ভালোই স্কোর করে। তাদের সংগ্রহে ৪৬৫ রান। ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেন অলি পোপ। তাঁর ঝুলিতে ১০৬ রান। এছাড়া ৬২ রান করেন ডাকেট, ২৮ রান করেন জো রুট, ৪০ রান করেন জেমিয়ে স্মিথ এবং ৩৮ রান করেন ক্রিস ওকস। তবে ১ রানের জন্য শতরান মিস করেন হ্যাঁরি ব্রুক। ৯৯ রানে তাঁর ইনিংস থেমে যায়।

ভারতের হয়ে ৫ উইকেট নেন যশপ্রীত বুমরা। অপরদিকে, ৩টি উইকেট নেন প্রসিধ কৃষ্ণ এবং ২টি উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ।  এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই যশস্বী মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন। প্রথম ইনিংসে কোনও রান না করতে পারলেও নবাগত সাই সুদর্শন ৩০ রান পেয়েছেন। শুভমান গিল করেছেন ৮ রান।  

খেলা চলছে চতুর্থ দিনের। আপাতত মধ্যাহ্নভোজের বিরতি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত এগিয়ে রয়েছে ১৫৯ রানে। ক্রিজে কেএল রাহুল ৭২ রানে এবং ঋষভ পন্থ ৩১ রানে অপরাজিত রয়েছেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম