Jasprit Bumrah England series: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও পার্থক্য গড়ে দিতে পারেন সেই বুমরা?

Published : Jun 08, 2025, 06:05 PM ISTUpdated : Jun 08, 2025, 06:25 PM IST
Jasprit Bumrah. (Photo- @BCCI X)

সংক্ষিপ্ত

Jasprit Bumrah England series: আইপিএল শেষ হতেই দামামা বেজে গেছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে পৌঁছে গেছে।

Jasprit Bumrah England series: নতুন লক্ষ্যে এবার ইংল্যান্ডের মাটিতে পা ভারতের। আইপিএল শেষ হতেই দামামা বেজে গেছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে পৌঁছে গেছে। 

শুভমান গিলের নেতৃত্বে গোটা দল আত্মবিশ্বাসী। কিন্তু একটাই চিন্তা, যশপ্রীত বুমরা কি টানা পাঁচ ম্যাচের সিরিজে বল করতে পারবেন? জানা গেছে, বুমরা আপাতত তিনটি টেস্টে বল করার জন্য তৈরি আছেন। 

তাঁকে অধিনায়ক না করার নেপথ্যে এটাও একটা বড় কারণ বলে মনে করছেন অনেকে

কিন্তু ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণের মতে, ৩টি নয়! বরং, ৫টি টেস্টেই বুমরাকে দিয়ে বল করানো সম্ভব। কিন্তু কীভাবে?

উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফিতে বুমরা একটি টেস্টে নেতৃত্বে দিয়েছিলেন। কিন্তু আবার সেই সিরিজের শেষ টেস্টে অধিনায়ক হলেও চোটের জন্য খেলতেই পারেননি তিনি। সেই কথা মনে করিয়ে দিয়ে অজিত আগরকর জানান, “আমরা ওকে বোলার হিসেবেই বেশি চাই। তাই ১৫-১৬ জন প্লেয়ারকে সামলানোর চাপ ওর মাথায় দিতে চাই না। আমাদের সামনেে এখন কঠিন একটা সিরিজ রয়েছে। বুমরা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। ও জানে যে, ওর শরীর কতটা ফিট।”

কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও, বুমরাকে ৫টি টেস্টে খেলানো সম্ভব 

সেই ব্যাখ্যা দিচ্ছেন ভারতের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ। তাঁর কথায়, “বুমরাকে খুব বেশি ব্যবহার করা যাবে না। আবার খুব কম ব্যবহার করাও উচিত নয়। আমরা জানি না, এক ম্যাচে বুমরাকে কত ওভার বল করতে হবে। কিন্তু ম্যাচে যত বল করবে, সেই তুলনায় অনুশীলনে কম বল করাতে হবে ওকে দিয়ে। যাতে ও আবার ম্যাচের জন্য তৈরি হওয়ার পর্যাপ্ত সময়টা পায়।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০: আর্শদীপদের নিয়ন্ত্রিত বোলিং, ১১৭ রানে শেষ প্রোটিয়ারা