IND vs ENG Test: ঐতিহাসিক ওভালে জয় ছিনিয়ে এনেছে টিম ইন্ডিয়া (India)। ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ভারতীয় ক্রিকেট দল। আর এই জয়ের পিছনে যাদের অবদান অনস্বীকার্য, তারা হলেন দুই ভারতীয় পেসার মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ (ind vs eng test series)।
সোশ্যাল মিডিয়া জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নানা ধরনের পোস্ট। আর হবে নাই বা কেন? তারাই যে আসল নায়ক এই ম্যাচের। কারণ, শেষদিন ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৩৫ রান।
আর ভারতের দরকার ছিল মাত্র ৪টি উইকেট। সবথেকে বড় বিষয়, সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ইংল্যান্ড। অতএব, সিরিজ ড্র করতে গেলে, এই টেস্টে জিততেই হত শুভমানদের। আর সেখানেই বাজিমাৎ করলেন সিরাজ-কৃষ্ণ জুটি। এইজন্যই বলা হয়, টেস্ট ক্রিকেট মানেই একটা ক্লাসিক্যাল উত্তেজনা। সেই ম্যাচেই রীতিমতো ক্লাসিক্যাল হিরো বনে গেলেন ভারতের দুই পেসার মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ।
ওভালে রীতিমতো দাপট দেখালেন এই দুই বোলার। বিশেষ করে শেষদিন, মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণর হাত ধরেই জয় পেল ভারত। তবে একটা সময় মনে হচ্ছিল, হয়ত হাত থেকে ম্যাচ বেরিয়ে যেতে পারে ভারতের। কারণ, ইংল্যান্ডের হাতে তখন ২ উইকেট এবং জয়ের জন্য দরকার মাত্র ১৯ রান। তাছাড়া গাস অ্যাটকিনসন একটি ছয় যেন চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছিল। কিন্তু এদিন যেন সিরাজ-কৃষ্ণ জুটি ভারতকে জেতাতেই মাঠে নেমেছিল। প্রসিধের দুরন্ত স্পেলে বোল্ড হলেন জশ টাং।
মাত্র ৬ রান দূরে দাঁড়িয়ে ইংল্যান্ড। বল করতে আসছেন ভারতের দাপুটে পেসার মহম্মদ সিরাজ। কোটি কোটি চোখ যেন তাঁর দিকে তাকিয়ে। অনবদ্য বোলিং, সঙ্গে সঙ্গে ছিটকে গেল গাস অ্যাটকিনসনের উইকেট এবং সেলিব্রেশন শুরু। উইকেট হাতে নিয়েই উল্লাসে মাতলেন সিরাজ এবং আনন্দে ভাসল গোটা ভারতীয় দল।
যেমন একজন এক্স-হ্যান্ডলে লিখেছেন, “কোনও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নেই, রেস্ট নেই, কখনও তিনি ফিটেস্ট ক্রিকেটার বলে দাবি করেননি। যখনই তিনি জাতীয় দলের জার্সি গায়ে চাপান, সবসময় তাঁর ১০০% দিয়ে থাকেন। স্যার মহম্মদ সিরাজ।"
আরেকজন লিখেছেন, “একদিক দিয়ে সিরাজ এবং অন্যদিকে দিয়ে কৃষ্ণ। দুর্দান্ত একটি জুটি।একসঙ্গে, শক্তিশালী এবং জয়ী।"
আরেক সোশ্যাল মিডিয়া ইউজারের কথায়, “ধর্মনিরপেক্ষ ভারতের দুই যোদ্ধা, মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ।"
এইরকমই অজস্র ভালোবাসায় মোড়া লেখা আসছে নেটিজেনদের তরফ থেকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।