IND vs NZ 3rd T20: ভারতীয় বোলিং দাপটে চুপসে গেল নিউজিল্যান্ড (3rd t20 ind vs nz)। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রবিবার, চলতি টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড। সেই ম্যাচেই প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলল কিউয়িরা (india-new zealand t20)।
এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। আর সেই সিদ্ধান্ত একদম সঠিক ছিল। বোলিং, ফিল্ডিং এবং ক্যাচিং, তিনটি ক্ষেত্রেই সফল ভারত। আর সেই সুবাদেই নিউজিল্যান্ডকে কম রানের মধ্যে আটকে রাখা সম্ভব হল।
ওপেনার ডেভন কনওয়ে ফিরে যান মাত্র ১ রানে। ভারতের হয়ে প্রথম আঘাতটি হানেন হার্দিক পান্ডিয়া।এরপর দলের আরেক ওপেনার তথা উইকেটকিপার-ব্যাটার টিম সেইফার্ট করেন মাত্র ১২ রান। এমনকি, মিডল অর্ডারে নেমে রাচিন রবীন্দ্রও কোনও সুবিধা করতে পারেননি। তার কারণ একটাই। ভারতের অনবদ্য বোলিং লাইন-আপ। যা নিঃসন্দেহে বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্টকে স্বস্তিতে রাখবে।
অন্যদিকে, গ্লেন ফিলিপস কিছুটা লড়াই করার চেষ্টা করেন। তাঁর সংগ্রহে ৪৮ রান। এছাড়া মার্ক চ্যাপম্যান করেন ৩২ রান, ড্যারিল মিচেলের ঝুলিতে ১৪ রান এবং অধিনায়ক মিচেল স্যান্টনারের সংগ্রহে ২৭ রান। অপরদিকে, কাইলে জেমিয়েসন ৩ রান, ম্যাট হেনরি ১ রান, ইশ সোধি ২ রান এবং জ্যাকব ডাফি ৪ রান যোগ করেন স্কোরবোর্ডে। নির্ধারিত ২০ ওভারে, নিউজিল্যান্ড ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে।
ভারতের হয়ে ৩ উইকেট নেন যশপ্রীত বুমরা। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া এবং রবি বিষ্ণোই। ১টি উইকেট হর্ষিত রানার দখলে। তৃতীয় ম্যাচে দলে এসেই বেশ ভালো বোলিং করলেন বুমরা এবং বিষ্ণোই। ভারতের জয়ের জন্য দরকার ১৫৪ রান।
ভারতঃ সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ভারত), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, হর্ষিত রানা, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা
নিউজিল্যান্ডঃ ডেভন কনওয়ে, টিম সেফার্ট (উইকেটকিপার-ভারত), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইলে জেমিয়েসন, ম্যাট হেনরি, ইশ সোধি, জ্যাকব ডাফি
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।