Big Bash League Final: বিগ ব্যাশ লিগের ফাইনালে সিডনি সিক্সার্সকে ছয় উইকেটে হারিয়ে সেরার শিরোপা জিতে নিল পার্থ স্কর্চার্স।
Big Bash League Final: বিগ ব্যাশ লিগের শিরোপা জিতল পার্থ স্কর্চার্স। এই মেগা টুর্নামেন্টের ফাইনালে রবিবার, মুখোমুখি হয় পার্থ স্কর্চার্স বনাম সিডনি সিক্সার্স (big bash league live)। সেই ম্যাচেই, ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় পার্থ স্কর্চার্স (perth scorchers vs sydney sixers)।
মিচেল মার্শ দুরন্ত অর্ধশতরান করেন
রবিবার, পার্থে অনুষ্ঠিত এই ম্যাচে, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সিক্সার্স নির্ধারিত ২০ ওভারে, ১৩২ রানে অলআউট হয়ে যায়। স্টিভ স্মিথ, জশ ফিলিপ এবং মোইসেস হেনরিকস প্রত্যেকে ২৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। এছাড়া ল্যাচলান শ ১৪ রান এবং জোয়েল ডেভিস ১৯ রান যোগ করেন স্কোরবোর্ডে । ড্যানিয়েল হিউজ (৭), জ্যাক এডওয়ার্ডস (৩), বেন মানেত্তি (৮), বেন দ্বারশুইস (৪) এবং শন অ্যাবট (১) বিশেষ কিছু করতে পারেননি। মিচেল স্টার্ক (১) অপরাজিত থাকেন।
ডেভিড পেইন এবং ঝাই রিচার্ডসন তিনটি করে উইকেট নিয়ে সিক্সার্সের ব্যাটিং লাইন-আপকে কার্যত, ভেঙে দেন। জবাবে ব্যাট করতে নেমে, স্কর্চার্স মাত্র ১৭.৩ ওভারে, মাত্র ৪ উইকেট হারিয়েই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। মিচেল মার্শ দুরন্ত অর্ধশতরান করেন। তাঁর সংগ্রহে ৪৪ রান।
মাত্র ১৭.৩ ওভারে, মাত্র ৪ উইকেট হারিয়েই লক্ষ্যমাত্রায়
এই নিয়ে ষষ্ঠবারের জন্য সেরার শিরোপা জিতল পার্থ স্কর্চার্স। উল্লেখ্য, সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ডও তাদেরই দখলে। জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে, স্কর্চার্স দুর্দান্ত শুরু করে। প্রথম উইকেটে মিচেল মার্শ এবং ফিন অ্যালেন (২২ বলে ৩৬) জুটি ৮০ রান যোগ করেন। এরপর খেলার নবম ওভারে, অ্যালেন আউট হন।
সিডনির হয়ে মিচেল স্টার্ক এই উইকেটটি নেন। এরপর অ্যারন হার্ডি (৫) তেমন কিছু করতে পারেননি। তার মধ্যেই আবার মার্শের উইকেটটিও হারায় স্কর্চার্স। অ্যাশটন টার্নার (২) হতাশ করলেও, কুপার কনোলিকে (৪) সঙ্গে নিয়ে জশ ইংলিস (২৯) দলকে জয়ের পথে নিয়ে যান। সিক্সার্সের হয়ে শন অ্যাবট দুটি উইকেট নেন।
স্কর্চার্স মাত্র ১৭.৩ ওভারে, মাত্র ৪ উইকেট হারিয়েই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


