
IND vs NZ ODI: উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পুজো দিলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর (india vs new zealand odi)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে ইতিমধ্যেই ইন্দোরে পৌঁছে গেছে ভারতীয় ক্রিকেট দল। এদিন গম্ভীরের সঙ্গে ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও মন্দির দর্শনে যান (india-new zealand)।
এরপর মন্দিরে পৌঁছে গম্ভীর এবং কোটাক, দুজনেই ভস্ম আরতিতে অংশ নেন। প্রসঙ্গত, চলতি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম ম্যাচে জয় পেয়েছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে আবার পরাজিত হয়েছে তারা। ফলে, তিন ম্যাচের সিরিজে আপাতত ফলাফল ১-১।
স্বাভাবিকভাবেই, তৃতীয় একদিনের ম্যাচটি সিরিজের নির্ণায়ক ম্যাচ হতে চলেছে। আগামী ১৮ জানুয়ারি, ইন্দোরে মুখোমুখি হবে ভারত বনাম নিউজিল্যান্ড। তাই রবিবার, ইন্দোরে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে যে দল জিতবে, তারাই সিরিজ ছিনিয়ে নেবে।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জিতে ঘুরে দাঁড়ায় ভারত। তারপরই শুরু হয় নিউজিল্যান্ড সিরিজ। আপাতত একদিনের সিরিজ চলছে। এরপর আছে টি-২০ সিরিজ। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে নিঃসন্দেহে সিরিজ জিততে চাইবে টিম ইন্ডিয়া।
তবে অধিনায়ক মিচেল স্যান্টনার সহ দলের একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দিয়েই একদিনের সিরিজ খেলতে নেমেছে নিউজিল্যান্ড। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারের মতো তারকাদের নিয়ে গড়া ভারতীয় দল যদি শেষ ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে, তবে তা গম্ভীরের জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা হবে।
একদিনের সিরিজের পর, ভারত এবং নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে। আগামী মাসে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।