
India Bangladesh Cricket: ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক এই মুহূর্তে কার্যত, তলানিতে (india bangladesh cricket news)। আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতে খেলতে না আসার বিষয়ে এখনও একই অবস্থানে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটকর্তারা। সেই জায়গা থেকে তাদের সরে আসার কোনও ইচ্ছা আছে বলেও মনে হচ্ছে না (india bangladesh cricket news)।
কিন্তু প্রশ্ন হচ্ছে যে, ভারতে খেলতে না আসলে কি ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ ক্রিকেট? এক্ষেত্রে ক্ষতির কোনও সম্ভাবনাই নেই। কারণ, টি-২০ বিশ্বকাপ আদতে আইসিসি আয়োজিত একটি প্রতিযোগিতা। তাই এই মেগা টুর্নামেন্টে অংশগ্রহণের অর্থ এবং পুরস্কারমূল্য বাংলাদেশ বোর্ড এমনিতেই পাবে। ভারত কিংবা শ্রীলঙ্কা, যেখানেই খেলুক না কেন তারা এই অর্থ পাবে।
তবে বিপুল ক্ষতি হবে ভারতের। কারণ, ম্যাচ সরে গেলে স্টেডিয়াম থেকে টিকিট বিক্রি বাবদ যে টাকা বিসিসিআই-এর ঝুলিতে আসত, তা আর আসবে না। আরেকটা সমস্যা হচ্ছে, ম্যাচ ভ্যেন্যুর কিছু স্থানীয় স্পনসরও পিছিয়ে আসতে পারে। স্বাভাবিকভাবেই, চাপে পড়ে যাবে আইসিসি-ও।
এবার শ্রীলঙ্কায় গিয়ে যদি বাংলাদেশ খেলে, তাহলে তাদের বিরুদ্ধে আরও যে চারটি দল আছে, তাদেরকেও তো সেখানে পাঠাতে হবে। তার মানে ফ্লাইট চার্জ, যাতায়াত বাবদ আনুষঙ্গিক, হোটেল এবং সম্প্রচার সংক্রান্ত বিপুল বাড়তি খরচ হবে। ফলে, বেজায় সমস্যায় পড়তে পারে ভারত এবং আইসিসি।
তবে এই জেদের পিছনে থাকা আসলে কারণ হল, রাজনৈতিক এবং কূটনৈতিক। বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির জেরে ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। চলতি বছর, ঠিক যেদিন বাংলাদেশ ঘোষণা করল ভারতীয় ক্রিকেটদলের সফরের কথা, তারপরের দিনই বিসিসিআই সোজা কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিল যে, বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেড়ে দিতে হবে।
তারপর আবার পাল্টা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা জানিয়ে দিল, আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপ খেলতে তারা ভারতে আসবে না। এরপর থেকে টানা চলছে ঠাণ্ডা লড়াই। এদিকে ভারত সুপার এইটে উঠলে একটি ম্যাচ ইডেন গার্ডেন্স পেতে পারে। তাও ওয়েস্ট ইন্ডিজ় বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচকে কেন্দ্র করে স্থানীয় সমর্থকদের মধ্যে একটু আগ্রহ তৈরি হচ্ছিল।
কলকাতা এবং ঢাকার মানুষের মধ্যে একটা ইমোশনাল সম্পর্ক তো বহুদিনের। সেই কথা মাথায় রেখেই বাংলাদেশের তিনটি ম্যাচ পায় ইডেন। কিন্তু সেই ম্যাচগুলি শ্রীলঙ্কায় চলে গেলে ইডেন তিনটি ম্যাচ হারাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।