IND vs NZ ODI: দ্বিতীয় একদিনের ম্যাচে জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে বুধবার, চলতি সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (india new zealand odi)। প্রথম ম্যাচ জিতে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠে নামে। স্বাভাবিকভাবেই, দ্বিতীয় ম্যাচ জিতে দ্রুত সিরিজ জয় নিশ্চিত করতে চাইছিল ভারত (ind vs nz live)। কিন্তু বাস্তবে তা হল না।
দ্বিতীয় একদিনের ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় তারা। আর প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান তোলে ভারত। তবে এদিন ভারতের ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি।
রোহিত শর্মা ফিরে যান মাত্র ২৪ রানে। তবে অধিনায়ক শুভমান গিল দ্বিতীয় ম্যাচেও বেশ ভালো খেলেন। তিনি হাফ সেঞ্চুরি করেন এদিন। গিলের সংগ্রহে ৫৬ রান। অন্যদিকে, বিরাট কোহলির ঝুলিতে মাত্র ২৩ রান। শ্রেয়স আইয়ার করেন মাত্র ৮ রান। বরং, দলের উইকেটকিপার-ব্যাটার কেএল রাহুলের কথা আলাদাভাবে বলতে হয়। তিনি ১১২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। তাঁর সেই সেঞ্চুরি ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছতে সাহায্য করেছে।
অপরদিকে, রবীন্দ্র জাদেজার সংগ্রহে ২৭ রান, নীতীশ কুমার রেড্ডির ঝুলিতে ২০ রান, হর্ষিত রানা করেন ২ রান এবং মহম্মদ সিরাজ ২ রান যোগ করেন স্কোরবোর্ডে। নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া ২৮৪ রানে পৌঁছয়।
কিউয়িদের হয়ে ৩ উইকেট নেন ক্রিস্টিয়ান ক্লার্ক। অন্যদিকে, ১টি করে উইকেট পেয়েছেন কাইলে জেমিয়েসন, জাকারি ফাউলকস, জেডেন লেনক্স এবং অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। জবাবে ব্যাট করতে নেমে, ৪৭.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই ২৮৬ রান তুলে নেয় নিউজিল্যান্ড।
ওপেনার ডেভন কনওয়ে করেন ১৬ রান, আরেক ওপেনার হেনরি নিকোলসের সংগ্রহে ১০ রান। প্রাথমিকভাবে একটু বেকায়দায় পড়লেও, পরিস্থিতির সামাল দেন নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটাররা। দুরন্ত ৮৭ রানের ইনিংস খেলেন উইল ইয়ং। আর তাঁর সঙ্গে আসল কাজটি করে গেলেন তারকা ব্যাটার ড্যারিল মিচেল। অসাধারণ সেঞ্চুরি হাঁকালেন তিনি এবং উপহার দিলেন ১৩১ রানের রাজকীয় ইনিংস। শেষপর্যন্ত, অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
সেইসঙ্গে, গ্লেন ফিলিপস ৩২ রানে অপরাজিত ছিলেন। ৪৭.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই ২৮৬ রান তুলে নেয় নিউজিল্যান্ড। ভারতের হয়ে ১টি করে উইকেট নেন হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং প্রসিধ কৃষ্ণ।
৭ উইকেটে জয় নিউজিল্যান্ডের এবং ম্যাচের সেরা ড্যারিল মিচেল। আর এই ম্যাচ জয়ের পর, আপাতত সিরিজের ফলাফল ১-১। অর্থাৎ, এরপরের ম্যাচটি নির্ণায়ক ম্যাচ হতে চলেছে।
ভারতঃ রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার-ব্যাটার), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ
নিউজিল্যান্ডঃ ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটকিপার-ব্যাটার), মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), জাকারি ফাউলকস, জেডেন লেনক্স, কাইলে জেমিয়েসন, ক্রিস্টিয়ান ক্লার্ক
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।