টি-২০ বিশ্বকাপ ২০২৬: প্রস্তুতির জন্য চলতি মাসেই পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া

Published : Jan 14, 2026, 09:12 PM IST
Australia vs England Day 4 SCG Test

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: আগামী মাসে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারতীয় উপমহাদেশে হবে এই টুর্নামেন্ট। এই কারণে এখানকার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে অন্য অঞ্চলের দলগুলি।

DID YOU KNOW ?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। সব দলই এখন এই টুর্নামেন্টের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত।

Pakistan vs Australia: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) প্রস্তুতি নেওয়ার জন্য চলতি মাসের শেষদিকে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। এই সফরে তিনটি টি-২০ ম্যাচ খেলবে অসিরা। ২৯ জানুয়ারি, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি হবে এই তিন ম্যাচ। সব ম্যাচই হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) পক্ষ থেকে এই সিরিজের কথা ঘোষণা করা হয়েছে। পিসিবি জানিয়েছে, ২৮ জানুয়ারি লাহোরে পৌঁছবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। পরদিন শুরু হবে সিরিজ। এই সিরিজের মাধ্যমে দুই দলই টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেবে। এ বিষয়ে পিসিবি সিওও সুমের আহমেদ সৈয়দ (Sumair Ahmed Syed) জানিয়েছেন, ‘আমরা এই সিরিজ নিয়ে উত্তেজিত। লাহোরে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার আসার দিকে তাকিয়ে আছি।’

উৎসাহিত পাকিস্তানের ক্রিকেট মহল

পিসিবি সিওও আরও বলেছেন, ‘অস্ট্রেলিয়ার এই সফরের ফলে পাকিস্তানের ক্রিকেট অনুরাগীদের কাছে বছরের শুরুটা দারুণভাবে হবে। তাঁদের কাছে আমার আর্জি, এই সিরিজ চলাকালীন দুই দলকেই সমর্থন করার জন্য বহু মানুষ স্টেডিয়ামে আসুন। দুই দলই টি-২০ বিশ্বকাপের আগে শেষ সিরিজ খেলে চূড়ান্ত প্রস্তুতি সেরে নেবে। আমি নিশ্চিত, অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের কাছে গদ্দাফি স্টেডিয়াম পরিচিত হয়ে গিয়েছে। কারণ, ২০২২ সালের মার্চ থেকে তারা এখানে একটি টেস্ট, পাঁচটি ওডিআই এবং একটি টি-২০ ম্যাচ খেলেছে।’

৪ বছর পর পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া

২০২২ সালের মার্চে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেবার তারা টেস্ট সিরিজে জয় পায়। তবে ওডিআই সিরিজে জয় পায় পাকিস্তান। গদ্দাফি স্টেডিয়ামে একমাত্র টি-২০ ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া। সদ্য অ্যাশেজে (The Ashes, 2025-26) ইংল্যান্ডকে (England) ৪-১ উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে ভরপুর অসিরা। ফলে দেশের মাটিতে খেলা হলেও এই সিরিজে পাকিস্তানের জয়ের সম্ভাবনা কম। বরং তিন ম্যাচেই জয় পেতে পারে অস্ট্রেলিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রায় ৪ বছর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়ার পুরুষ দল।
২০২২ সালের মার্চের পর এবারই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দল।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওডিআই: কে এল রাহুলের অপরাজিত শতরান, বড় স্কোর ভারতের
আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং: পিছিয়ে গেলেন রোহিত শর্মা, ৪ বছর পর শীর্ষে বিরাট কোহলি