
IND vs NZ ODI: ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ইতিহাসে এই প্রথমবারের জন্য তারা ভারতের মাটিতে একদিনের সিরিজ জিতল। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে রবিবার, সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (ind vs new zealand)। প্রসঙ্গত, চলতি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম ম্যাচে জয় পায়।
কিন্তু দ্বিতীয় ম্যাচে আবার পরাজিত হয় তারা। তাই এই ম্যাচে নামার আগে পর্যন্ত, সিরিজের ফলাফল ছিল ১-১। অর্থাৎ, তৃতীয় একদিনের ম্যাচটি আদতে ছিল সিরিজের নির্ণায়ক ম্যাচ (india vs nz 3rd odi)। তারপরেই মুখ খুললেন দলের অধিনায়ক শুভমান গিল।
যে দলই জিতত, সিরিজে তাদের। আর সেখানেই বাজিমাৎ করে দেখাল নিউজিল্যান্ড। তৃতীয় একদিনের ম্যাচে, ৪১ রানে জয় পেল তারা। সেইসঙ্গে, জিতে নিল সিরিজ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে নিউজিল্যান্ড। কঠিন সময়ে হাল ধরেন ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস। মিচেল উপহার দেন ১৩৭ রানের রাজকীয় ইনিংস। ১৫টি চার এবং ৩টি ছয় ছিল তাঁর ইনিংসে।
অন্যদিকে, মিচেলকে যোগ্য সঙ্গত করেন গ্লেন ফিলিপস। তিনি খেলেন ১০৬ রানের অসাধারণ ইনিংস। নিঃসন্দেহে এই জুটির অনবদ্য ব্যাটিং-এর সুবাদেই শক্তিশালী স্কোর গড়ে নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে, ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৯৬ রানে। তবে এই ম্যাচেও রীতিমতো দাপট দেখান বিরাট। জ্বলে ওঠেন তিনি। বড় ইনিংস উপহার দেন এই তারকা ব্যাটার। দাপুটে এবং বিধ্বংসী ব্যাটিং-এর সুবাদেই করেন ১২৪ রান। অর্থাৎ, এদিনও সেঞ্চুরি পেলেন কোহলি।
আর এই সিরিজ হারের পরেই সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল জানালেন, "প্রথম ম্যাচের পর, নিউজিল্যান্ড সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরায়। আমরা যেভাবে খেলেছি, তা রীতিমতো হতাশাজনক। এখনও বেশ কিছু ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে। বিরাট ভাই যেভাবে ব্যাট করেন, তা সবসময়ই একটি প্লাস পয়েন্ট দলের জন্য। এই সিরিজে হর্ষিত যেভাবে ব্যাট করেছে তাও যথেষ্ট প্রশংসার দাবি রাখে। আট নম্বরে ব্যাট করা কিন্তু অত সহজ বিষয় নয়। কিন্তু ও দারুণভাবে সামলেছে। পেস বোলাররা গোটা সিরিজে ভালো বল করেছে। বিশ্বকাপকে সামনে রেখে নীতিশ কুমার রেড্ডি আরও সুযোগ পাওয়ার যোগ্য বলে আমি মনে করছি। তাঁকে পর্যাপ্ত ওভার বল করতে দেওয়া উচিত।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।