
Virat Kohli: মাঠে নামলেই যেন তিনি রাজা। আবারও রেকর্ড গড়লেন ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম মেগা তারকা বিরাট কোহলি। এবার তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ক্রিকেটার হিসেবে নিজের নাম লেখালেন।
বিরাট কোহলি তিনটি ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মোট ১০টি সেঞ্চুরি করেছেন। যা তিনি মোট ৭৩টি ইনিংস খেলে অর্জন করেছেন। জ্যাক ক্যালিস (৭৬ ইনিংস), জো রুট (৭১ ইনিংস) এবং সচিন তেন্ডুলকর (৮০ ইনিংস) প্রত্যেকে ৯টি করে সেঞ্চুরি করে কোহলির পিছনে রয়েছেন। শুধু তাই নয়, একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ভেন্যুতে সেঞ্চুরি করার রেকর্ডও এখন কোহলির সংগ্রহে।
তিনি এই মুহূর্তে ৩৫টি আলাদা আলাদা ভেন্যুতে সেঞ্চুরি করেছেন। আর এই মাইলস্টোন গড়ে এবার সচিনকেও পিছনে ফেলে দিয়েছেন কোহলি। কারণ, তেন্ডুলকর ৩৪টি ভিন্ন ভেন্যুতে সেঞ্চুরি করেন। রোহিত শর্মা (২৬), রিকি পন্টিং (২১), হাশিম আমলা (২১) এবং এবি ডি ভিলিয়ার্স (২১) ঠিক কোহলির পিছনে রয়েছেন। অন্যদিকে, রান সংগ্রাহকদের তালিকায় বিরাট কোহলি এই মুহূর্তে আছেন দ্বিতীয় স্থানে।
তিনটি ম্যাচ মিলিয়ে মোট ২৪০ রান করেছেন তিনি। এমনকি, কোহলির ঝুলিতে রয়েছে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর ২৪০। এই তালিকায় নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল অবশ্য শীর্ষে রয়েছেন। তিনি আবার তিন ম্যাচে মোট ৩৫২ রান করেছেন এবং গড় ১৭৬। মিচেল দুটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি করেছেন।
এদিকে ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে রবিবার, সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (ind vs new zealand)। প্রসঙ্গত, চলতি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম ম্যাচে জয় পায়। কিন্তু দ্বিতীয় ম্যাচে আবার পরাজিত হয় তারা। তাই এই ম্যাচে নামার আগে পর্যন্ত, সিরিজের ফলাফল ছিল ১-১। অর্থাৎ, তৃতীয় একদিনের ম্যাচটি আদতে ছিল সিরিজের নির্ণায়ক ম্যাচ (india vs nz 3rd odi)।
যে দলই জিতত, সিরিজে তাদের। আর সেখানেই বাজিমাৎ করে দেখাল নিউজিল্যান্ড। তৃতীয় একদিনের ম্যাচে, ৪১ রানে জয় পেল তারা। সেইসঙ্গে, জিতে নিল সিরিজ। তবে এই ম্যাচেও রীতিমতো দাপট দেখান বিরাট। জ্বলে ওঠেন তিনি। বড় ইনিংস উপহার দেন এই তারকা ব্যাটার। দাপুটে এবং বিধ্বংসী ব্যাটিং-এর সুবাদেই করেন ১২৪ রান। অর্থাৎ, এদিনও সেঞ্চুরি পেলেন কোহলি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।