IND vs NZ ODI: তৃতীয় একদিনের ম্যাচ থেকে বাদ যেতে পারেন এই অলরাউন্ডার? ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

Published : Jan 16, 2026, 12:01 PM IST

IND vs NZ ODI: ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় একদিনের ম্যাচটি চলতি ওডিআই সিরিজের নির্ণায়ক ম্যাচ হতে চলেছে। 

PREV
14
তৃতীয় একদিনের ম্যাচটি সিরিজের নির্ণায়ক

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ড ৭ উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে। প্রথমে ব্যাট করে ভারত ২৮৪ রান তোলে। কেএল রাহুল দুর্দান্ত সেঞ্চুরি করেন। উপহার দেন ৯২ বলে ১১২ রানের ঝকঝকে ইনিংস। তাঁর ইনিংসে ছিল ১১টি চার এবং ১টি ছয়। অধিনায়ক শুভমান গিল হাফ সেঞ্চুরি করেন। তাঁর সংগ্রহে ৫৬ রান। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৭.৩ ওভারে, মাত্র ৩ উইকেট হারিয়েই ২৮৬ রান তুলে নেয়। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ১১৭ বলে ১৩১ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন। 

24
তৃতীয় ম্যাচে দুটি পরিবর্তন?

ভারত প্রথম ম্যাচে জয় পায় এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড জয় পেয়েছে। ফলে, তিন ম্যাচের সিরিজে আপাতত ফলাফল ১-১।  স্বাভাবিকভাবেই, তৃতীয় একদিনের ম্যাচটি সিরিজের নির্ণায়ক ম্যাচ হতে চলেছে। আগামী ১৮ জানুয়ারি, ইন্দোরে মুখোমুখি হবে ভারত বনাম নিউজিল্যান্ড। শোনা যাচ্ছে, ভারতীয় দলে দুটি পরিবর্তন হতে পারে।

34
বাদ পড়তে পারেন নীতিশ কুমার রেড্ডি

অর্থাৎ, প্রথম দুটি ম্যাচে প্রত্যাশা অনুযায়ী বল করতে না পারা প্রসিধ কৃষ্ণর পরিবর্তে টি-টোয়েন্টি ক্রিকেটের তারকা বোলার আর্শদীপ সিংকে প্রথম একাদশে আনা হতে পারে। এমনকি, টিম ম্যানেজমেন্ট এবার অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকেও প্রথম একাদশ থেকে বাদ দিতে পারে বলে খবর। দ্বিতীয় একদিনের ম্যাচে, তিনি ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে দলে সুযোগ পান। কিন্তু ২১ বলে মাত্র ২০ রান করেন এই ব্যাটার। বোলিংয়েও খুব একটা ভালো কিছু করে দেখাতে পারেননি।

44
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে নিঃসন্দেহে সিরিজ জিততে চাইবে টিম ইন্ডিয়া। শোনা যাচ্ছে, ভারতের প্রথম একাদশে ধ্রুব জুরেল আসতে পারেন। এছাড়া দলে আর কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। 

ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং কুলদীপ যাদব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories