IND vs NZ Women: দুরন্ত জয় এবং সেমিতে জায়গা পাকা। ভাইফোঁটার দিনই টিম ইন্ডিয়ার প্রমীলা বাহিনীর বাজিমাত। আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে বৃহস্পতিবার, মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand Women's World Cup)।
এই ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে ছিল কার্যত, ডু অর ডাই ম্যাচ। যে দল জিতত, সেই দলই সেমিতে জায়গা পাকা করে নিত (india w vs new zealand w)। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই, ৫৩ রানে জয় হাসিল করল ভারত (ind vs nz women world cup 2025)।
এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। আর ব্যাট করতে নেমেই, তাণ্ডব শুরু করেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়াল। চার-ছক্কার দাপটে রীতিমতো দিশেহারা দেখায় কিউয়ি বোলারদের।
স্মৃতি খেলেন ৯৫ বলে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস। যার মধ্যে ছিল ১০টি চার এবং ৪টি ছয়। অন্যদিকে, পিছিয়ে নেই প্রতীকাও। তাঁর ঝুলিতে ১২২ রান। মোট ১৩টি চার এবং ২টি ছয় মারেন প্রতীকা রাওয়াল।
এই দুই ওপেনারের দাপটে কার্যত, রানের পাহাড় গড়ে ভারত। অপরদিকে, জেমিমা রডরিগেজ ৭৬ রানে অপরাজিত থাকেন এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন ১০ রান। রিচা ঘোষ ৪ রানে অপরাজিত থাকেন। ভারতের স্কোর যখন ৪৮ ওভারে, ২ উইকেট হারিয়ে ৩২৯ রান, তখন বৃষ্টি নামে। তাই কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। তারপর আবার ম্যাচ শুরু হয়। শেষপর্যন্ত, ৪৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪০ রানে ভারতের ইনিংস শেষ হয়।
যেহেতু বৃষ্টির জন্য কিছুটা সময় নষ্ট হয়, তাই ডার্কওয়ার্থ লুইস নিয়মানুযায়ী খেলার ওভার কমানো হয়। নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৪ ওভারে ৩২৫ রান। কিন্তু ব্যাট করতে নেমেই কিউয়িরা বেজায় বিপদে পড়ে।
ওপেনার সুজি বেটস ফিরে যান মাত্র ১ রানে এবং আরেক ওপেনার জর্জিয়া পিমারের সংগ্রহে মাত্র ৩০ রান। মিডল অর্ডারে নেমে কিছুটা লড়াই করেন অ্যামেলিয়া কের। কিন্তু তা যথেষ্ট ছিল না। তিনি করেন ৪৫ রান। তবে অধিনায়ক সোফি ডিভাইন ব্যর্থ হন, প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ৬ রানে। অন্যদিকে, ব্রুক হ্যালিডে করেন ৮১ রান, ম্যাডি গ্রিন ১৮ এবং ইসাবেলা গেজের সংগ্রহে ৬৫ রান। তিনি অপরাজিত ছিলেন।
জেস কের করেন ১৮ এবং রোজমেরি মেয়ারের ঝুলিতে ১ রান। শেষপর্যন্ত, নির্ধারিত ৪৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। ভারতের হয়ে এই ম্যাচে দাপুটে বোলিং করেন রেণুকা সিং ঠাকুর এবং ক্রান্তি গৌড়। দুজনেই ২টি করে উইকেট পান। এছাড়া স্নেহ রানা, শ্রী চরণী, দীপ্তি শর্মা এবং প্রতীকা রাওয়াল ১টি করে উইকেট নেন।
নিঃসন্দেহে দলগত সাফল্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য। আর সেই সুবাদেই নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারিয়ে আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।