শনিবারই কি ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ? জোড়া ব্যর্থতায় বিরাট কোহলির বিদায়ের জল্পনা

Published : Oct 23, 2025, 06:41 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

Australia vs India: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়ে গিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। এই ব্যর্থতার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়ে জল্পনা চলছে।

DID YOU KNOW ?
অস্ট্রেলিয়ায় ব্যর্থ বিরাট
এবারের অস্ট্রেলিয়া সফরে পরপর ২ ওডিআই ম্যাচে ০ রানে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। ওডিআই কেরিয়ারে প্রথমবার এই লজ্জাজনক নজির গড়লেন তিনি।

Virat Kohli: শনিবার ক্যানবেরার (Canberra) মানুকা ওভালে (Manuka Oval) কি আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি (Virat Kohli)? বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে এই তারকা ব্যাটার চার বল খেলে শূন্য রানে আউট হয়ে যাওয়ার পর এই জল্পনা শুরু হয়েছে। ওডিআই কেরিয়ারে প্রথমবার পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে গিয়েছেন বিরাট। পারথে (Perth Stadium) সিরিজের প্রথম ম্যাচে তিনি আট বল খেলে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন। অ্যাডিলেডেও রান পেলেন না এই তারকা। তাঁর দক্ষতা নিয়ে কারও সন্দেহ নেই। ওডিআই ফর্ম্যাটে তিনি ১৪,১৮১ রান করেছেন। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই করেছেন ১,৩২৭ রান। স্ট্রাইক রেট ৮৮.৩৪। ওডিআই ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি শতরান করেছেন বিরাট। কিন্তু এবারের অস্ট্রেলিয়া সফরে তিনি ব্যর্থ হয়েছেন। তিন ম্যাচের ওডিআই সিরিজের মধ্যে দুই ম্যাচ হয়ে গেল। আর মাত্র এক ম্যাচ পাচ্ছেন বিরাট। সেই ম্যাচেও তিনি রান না পেলে সমালোচনার মাত্রা বাড়বে।

ওডিআই ফর্ম্যাট থেকেও অবসর নিচ্ছেন বিরাট?

২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ (2024 ICC Men's T20 World Cup) চ্যাম্পিয়ন হওয়ার পর এই ফর্ম্যাট থেকে অবসর নেন বিরাট। এ বছর ইংল্যান্ড সফরের (India Tour of England, 2025) আগে টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেন এই তারকা। এখন তিনি শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন। কিন্তু সাত মাস পর জাতীয় দলে ফিরে পরপর দুই ম্যাচে রান না পাওয়ায় চাপে পড়ে গিয়েছেন বিরাট। তিনি ক্যানবেরাতেও রান না পেলে হয়তো আর কখনও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন না।

বিরাটকে নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেট মহল

বিরাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনই অবসর নেওয়া উচিত কি না, সে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই নানা মন্তব্য করছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর ২ ম্যাচে ০ বিরাট কোহলির।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ২ ম্যাচেই ০ রানে আউট হয়ে গিয়েছেন বিরাট কোহলি।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড