IND vs SA 2nd Test: দক্ষিণ আফ্রিকার হয়ে একাই ৬ উইকেট নিয়েছেন মার্কো জানসেন। তিনটি উইকেট পেয়েছেন সাইমন হার্মার এবং ১টি উইকেট কেশব মহারাজের দখলে।
IND vs SA 2nd Test: দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে বড় রানের লিড নিয়েছে। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে। সেই ম্যাচেই তৃতীয় দিনের শেষে, ৩১৪ রানে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা।
বড় রানের লিড দক্ষিণ আফ্রিকার
যে ম্যাচে, টসে জিতে এই ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা (ind vs sa second test)। শুরুটা খারাপ হয়নি প্রোটিয়াদের। ওপেনার এইডেন মার্করাম করেন ৩৮ রান, রায়ান রিকেলটনের সংগ্রহে ৩৫ রান এবং ট্রিস্টান স্টাবসের ঝুলিতে ৪৯ রান। একটুর জন্য তিনি অর্ধ-শতরান মিস করেন (india vs south africa today match live)।

অন্যদিকে, টেম্বা বাভুমা করেন ৪১ রান এবং টনি ডি জর্জি ২৮ রান যোগ করেন স্কোরবোর্ডে এবং ভিয়ান মুল্ডারের সংগ্রহে ১৩ রান। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেলেন সেনুরান মুথুস্বামী। দুরন্ত সেঞ্চুরি করলেন তিনি। নিঃসন্দেহে দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তাঁর অসাধারণ সেঞ্চুরির সুবাদেই, বড় স্কোর খাড়া করল দক্ষিণ আফ্রিকা। সেনুরান মুথুস্বামীর সংগ্রহে ১০৯ রান।
অপরদিকে, কাইল ভেরেইনের ঝুলিতে ৪৫ রান। মার্কো জানসেনও কিন্তু বড় ইনিংস উপহার দেন। তিনি করেন ৯৩ রান। এছাড়া সাইমন হার্মারের ঝুলিতে ৫ রান এবং কেশব মহারাজ ১২ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত, দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ৪৮৯ রানে।
সর্বাধিক রান করেন ওপেনার যশস্বী জয়সওয়াল
ভারতের হয়ে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। অন্যদিকে, ২টি করে উইকেট পান যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। জবাবে ব্যাট করতে নেমে, মাত্র ২০১ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। টিম ইন্ডিয়ার ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করেন ওপেনার যশস্বী জয়সওয়াল।

তাঁর সংগ্রহে ৫৮ রান। অন্যদিকে, কেএল রাহুল করেন ২২ রান, সাই সুদর্শনের ঝুলিতে ১৫ রান এবং ঋষভ পন্থের সংগ্রহে মাত্র ৭ রান। একদিকে অধিনায়ক হিসেবে সঠিক সময়ে, দায়িত্ব পালনে ব্যর্থ পন্থ! অপরদিকে, ভারতের বাকি ব্যাটিং লাইন-আপ কার্যত, ভেঙে পড়ল তাসের ঘরের মতো।
ধ্রুব জুরেল তো খালি হাতে ফিরে গেলেন। এছাড়া রবীন্দ্র জাদেজা ৬ এবং নীতিশ কুমার রেড্ডি মাত্র ১০ রান করেন। বরং, শেষদিকে নেমে ওয়াশিংটন সুন্দর ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। অন্যদিকে, কুলদীপ যাদবের ঝুলিতে মাত্র ১৯ রান, যশপ্রীত বুমরার সংগ্রহে ৫ রান এবং মহম্মদ সিরাজ মাত্র ২ রান করেন। শেষপর্যন্ত, ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২০১ রানে।
চাপে ভারত
দক্ষিণ আফ্রিকার হয়ে একাই ৬ উইকেট নিয়েছেন মার্কো জানসেন। তিনটি উইকেট পেয়েছেন সাইমন হার্মার এবং ১টি উইকেট কেশব মহারাজের দখলে। ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের শেষে, তাদের স্কোর ২৬ রান। ক্রিজে রায়ান রিকেলটন ১৩ রানে এবং এইডেন মার্করাম ১২ রানে অপরাজিত আছেন। প্রোটিয়ারা এগিয়ে রয়েছে ৩১৪ রানে।
এখনও দুদিনের খেলা বাকি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।