IND vs SA 2nd Test: লজ্জার পরাজয় ভারতের! টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

Published : Nov 26, 2025, 02:49 PM ISTUpdated : Nov 26, 2025, 03:05 PM IST
IND vs SA 2nd Test

সংক্ষিপ্ত

IND vs SA 2nd Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও পরাজিত ভারতীয় ক্রিকেট দল। ফলে, টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ জিতল প্রোটিয়ারা। ভারত পরাজিত ৪০৮ রানে।

IND vs SA 2nd Test: লজ্জার পরাজয়! তাও আবার দেশের মাটিতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও পরাজিত ভারতীয় ক্রিকেট দল। ফলে, টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ জিতল প্রোটিয়ারা। ভারত পরাজিত ৪০৮ রানে। 

টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ জিতল প্রোটিয়ারা

প্রসঙ্গত, যে ম্যাচে, টসে জিতে এই ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা (ind vs sa second test)। শুরুটা খারাপ হয়নি প্রোটিয়াদের। ওপেনার এইডেন মার্করাম করেন ৩৮ রান, রায়ান রিকেলটনের সংগ্রহে ৩৫ রান এবং ট্রিস্টান স্টাবসের ঝুলিতে ৪৯ রান। একটুর জন্য তিনি অর্ধ-শতরান মিস করেন (india vs south africa today match live)।

অন্যদিকে, টেম্বা বাভুমা করেন ৪১ রান এবং টনি ডি জর্জি ২৮ রান যোগ করেন স্কোরবোর্ডে এবং ভিয়ান মুল্ডারের সংগ্রহে ১৩ রান। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেলেন সেনুরান মুথুস্বামী। দুরন্ত সেঞ্চুরি করলেন তিনি। নিঃসন্দেহে দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তাঁর অসাধারণ সেঞ্চুরির সুবাদেই, বড় স্কোর খাড়া করল দক্ষিণ আফ্রিকা। সেনুরান মুথুস্বামীর সংগ্রহে ১০৯ রান।

অপরদিকে, কাইল ভেরেইনের ঝুলিতে ৪৫ রান। মার্কো জানসেনও কিন্তু বড় ইনিংস উপহার দেন। তিনি করেন ৯৩ রান। এছাড়া সাইমন হার্মারের ঝুলিতে ৫ রান এবং কেশব মহারাজ ১২ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত, দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ৪৮৯ রানে।

 

 

সর্বাধিক রান করেন ওপেনার যশস্বী জয়সওয়াল

ভারতের হয়ে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। অন্যদিকে, ২টি করে উইকেট পান যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। জবাবে ব্যাট করতে নেমে, মাত্র ২০১ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। টিম ইন্ডিয়ার ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করেন ওপেনার যশস্বী জয়সওয়াল।

তাঁর সংগ্রহে ৫৮ রান। অন্যদিকে, কেএল রাহুল করেন ২২ রান, সাই সুদর্শনের ঝুলিতে ১৫ রান এবং ঋষভ পন্থের সংগ্রহে মাত্র ৭ রান। একদিকে অধিনায়ক হিসেবে সঠিক সময়ে, দায়িত্ব পালনে ব্যর্থ পন্থ! অপরদিকে, ভারতের বাকি ব্যাটিং লাইন-আপ কার্যত, ভেঙে পড়ল তাসের ঘরের মতো।

ধ্রুব জুরেল তো খালি হাতে ফিরে গেলেন। এছাড়া রবীন্দ্র জাদেজা ৬ এবং নীতিশ কুমার রেড্ডি মাত্র ১০ রান করেন। বরং, শেষদিকে নেমে ওয়াশিংটন সুন্দর ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। অন্যদিকে, কুলদীপ যাদবের ঝুলিতে মাত্র ১৯ রান, যশপ্রীত বুমরার সংগ্রহে ৫ রান এবং মহম্মদ সিরাজ মাত্র ২ রান করেন। শেষপর্যন্ত, ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২০১ রানে।

দক্ষিণ আফ্রিকার হয়ে একাই ৬ উইকেট নেন মার্কো জানসেন। তিনটি উইকেট পান সাইমন হার্মার এবং ১টি উইকেট কেশব মহারাজের দখলে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেটে ২৬০ রান তোলার পর, তারা ইনিংস ডিক্লেয়ার করে দেয়। 

দ্বিতীয় ম্যাচেও হার ভারতের

রায়ান রিকেলটন করেন ৩৫ রান এবং এইডেন মার্করামের ঝুলিতে ২৯ রান। সবথেকে বড় বিষয়, ট্রিস্টান স্টাবস ৯৪ রানের রাজকীয় ইনিংস উপহার দেন। এছাড়া অধিনায়ক টেম্বা বাভুমা করেন মাত্র ৩ রান, টনি ডি জর্জির সংগ্রহে ৪৯ রান এবং ভিয়ান মুল্ডার ৩ রানে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে ৪ উইকেট নেন রবীন্দ্র জাদেজা এবং ১টি উইকেট ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে। জবাবে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে ভারত। চতুর্থ দিনের শেষে, টিম ইন্ডিয়ার স্কোর ছিল ২ উইকেট হারিয়ে ২৭ রান। ওপেনার যশস্বী জয়সওয়াল প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ১৩ রানে, কেএল রাহুল করেন ৬ রান। 

 

 

টেস্টের পঞ্চম তথা শেষদিন, ক্রিজে সাই সুদর্শন ২ রানে এবং কুলদীপ যাদব ৪ রানে অপরাজিত থেকে ব্যাট করা শুরু করেন। শেষদিন, জয়ের জন্য টিম ইন্ডিয়ার দরকার ছিল ৫২২ রান এবং হাতে ছিল ৮ উইকেট। ফলে, বাড়তি চাপ কাজ করছিলই। ম্যাচ বাঁচিয়ে ড্র করলেও সিরিজ হাতছাড়া হতো। কিন্তু শেষপর্যন্ত, দ্বিতীয় ম্যাচেও হার ভারতের। 

দক্ষিণ আফ্রিকার হয়ে ৬ উইকেট একাই নেন সাইমন হার্মার

সাই সুদর্শন ফিরে যান মাত্র ১৪ রানে, কুলদীপ করেন ৫ রান, ধ্রুভ জুরেলের ঝুলিতে ২ রান এবং দলের অধিনায়ক তথা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের ঝুলিতে মাত্র ১৩ রান। রবীন্দ্র জাদেজা কিছুটা লড়াই করেন। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। তিনি করেন ৫৪ রান। এছাড়া ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে ১৬ রান এবং নীতিশ কুমার রেড্ডি ও মহম্মদ সিরাজ কোনও রান করতে পারেননি। অন্যদিকে, যশপ্রীত বুমরা ১ রানে অপরাজিত থাকেন। 

দক্ষিণ আফ্রিকার হয়ে ৬ উইকেট একাই নেন সাইমন হার্মার, ২টি উইকেট পেয়েছেন কেশব মহারাজ এবং ১টি করে উইকেট মার্কো জ্যানসেন ও সেনুরান মুথুসামির দখলে। দক্ষিণ আফ্রিকা জয়ী ৪০৮ রানে। ম্যাচের সেরা মার্কো জানসেন এবং সিরিজের সেরা সাইমন হার্মার। 

 

 

ভারতের প্রথম একাদশঃ কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার), রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশঃ এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ভিয়ান মুল্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন (উইকেটকিপার-ব্যাটার), মার্কো জানসেন, সেনুরান মুথুস্বামী, সাইমন হার্মার, কেশব মহারাজ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: বারাবটিতে ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ ম্যাচের টিকিট কাটা নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা!
২০২৫ সালে গুগলে কোন ভারতীয় ক্রিকেটারের নাম সবচেয়ে বেশি সার্চ হয়েছে জানেন? অবাক হয়ে যাবেন