
IND vs SA 2nd Test: গুয়াহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪০৮ রানে হারের পর, ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গৌতম গম্ভীরকে তীব্র সমালোচনায় বিদ্ধ করেছেন প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকার (ind vs sa second test)। তাঁর মতে, দলের হারের প্রধান কারণ হলেন গম্ভীর নিজেই। ঠিক যখন গম্ভীরকে কোচের পদ থেকে সরানোর আলোচনা তুঙ্গে, সেই সময়েই গাভাসকার এই বিষয়টি স্পষ্ট করে দিলেন (sa vs ind test)।
সুনীল গাভাসকারের কথায়, “ভারতীয় ক্রিকেটকে এত খারাপ অবস্থায় আমি আগে কখনও দেখিনি। গম্ভীর বিসিসিআই থেকে সবকিছু পেয়েছে, নিজের কেকেআর স্টাফদের নিয়ে এসেছে, রোহিত ও কোহলিকে বাদ দিয়েছে এবং অধিনায়কের চেয়ে বেশি ক্ষমতা ধরে রেখেছে। টিম ইন্ডিয়ার এই খারাপ অবস্থার পুরো কৃতিত্ব তাঁরই।"
এই কিংবদন্তি ক্রিকেটার কার্যত, গৌতম গম্ভীরকেই কাঠগড়ায় তুলেছেন। এর আগে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকও তীব্র সমালোচনা করেন গম্ভীরের। সোশ্যাল মিডিয়ায় কার্তিক একটি পোস্ট শেয়ার করে লেখেন, ''আগে দলগুলো ভারতে টেস্ট ক্রিকেট খেলতে আসতে ভয় পেত। তবে এখন ভারত সেই আধিপত্য হারিয়েছে। ১২ মাসের মধ্যে দ্বিতীয়বারের জন্য হোয়াইটওয়াশ। ভারতে শেষ তিনটি সিরিজের মধ্যে দুটিতেই হোয়াইটওয়াশ হয়েছে। টেস্ট ক্রিকেটে ভারতের জন্য এটি একটি কঠিন সময়। তাই কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। ভারত অনেক বেশি অলরাউন্ডারদের উপর নির্ভরশীল। পেস অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি ঘরোয়া ক্যালেন্ডার মরশুমে মাত্র ১৪ ওভার বল করেছেন।''
প্রসঙ্গত, গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর, ভারত ১৯টি টেস্ট ম্যাচ খেলেছে। যার মধ্যে ৭টিতে জয়, ১০টিতে হার এবং দুটি ড্র হয়েছে। অর্থাৎ, জয়ের হার ৩৭ শতাংশেরও নিচে নেমে এসেছে।
গম্ভীরের অধীনে ভারত কিছু জয় পেয়েছে। যেমন অপেক্ষাকৃত দুর্বল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে। তবে তার থেকেও অনেক বেশি ধাক্কা খেয়েছে অন্যান্য দলের কাছে। গত বছর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত নিজেদের দেশে ৩-০ ব্যবধানে সিরিজে পরাজিত হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।