
Perth Stadium Pitch: যে পিচে টেস্ট ম্যাচের প্রথম দিন ১৯ উইকেট পড়েছে, দ্বিতীয় দিনেই খেলা শেষ হয়ে গিয়েছে, সেই পিচকেই সবচেয়ে বেশি রেটিং! হ্যাঁ, পারথ স্টেডিয়ামের (Perth Stadium) পিচ সম্পর্কে আইসিসি-র (International Cricket Council) মত এমনই। এবারের অ্যাশজের (The Ashes, 2025-26) প্রথম টেস্ট ম্যাচের পিচকে 'খুব ভালো' বলে বর্ণনা করেছে আইসিসি। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের (Australia vs England) প্রথম টেস্ট ম্যাচে আইসিসি-র ম্যাচ রেফারি ছিলেন শ্রীলঙ্কার (Sri Lanka) রঞ্জন মধুগলে (Ranjan Madugalle)। তিনি পারথের পিচকে সবচেয়ে বেশি রেটিং দিয়েছেন। আইসিসি-র রেটিং অনুযায়ী, 'খুব ভালো' পিচ বলতে এমন পিচের কথা বলা হয় যে পিচে বল পড়ে ব্যাটারদের কোমর বা বুকের উচ্চতায় ওঠে, নিয়ন্ত্রিত সিম মুভমেন্ট থাকে, ম্যাচের শুরুতে ভালো বাউন্স থাকে, ব্যাটার ও বোলারদের মধ্যে লড়াইয়ে ভারসাম্য থাকে। কিন্তু যে পিচে প্রথম দিনই ১৯ উইকেট পড়ে গিয়েছে, সেখানে ব্যাটার ও বোলারদের লড়াইয়ে ভারসাম্য থাকার কথা বলা হাস্যকর। ট্রেভিস হেড (Travis Head) ছাড়া কোনও ব্যাটারই দাপট দেখাতে পারেননি। তা সত্ত্বেও এই পিচকেই সবচেয়ে ভালো বলে দাবি করছে আইসিসি।
সম্প্রতি দিল্লি (Delhi) ও আমেদাবাদে (Ahmedabad) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India–West Indies Test Series) খেলেছে ভারতীয় দল। সেই সিরিজে আইসিসি ম্যাচ রেফারি ছিলেন অ্যান্ডি পাইক্রফট (Andy Pycroft)। তিনি এই দুই জায়গার পিচকে 'সন্তোষজনক' আখ্যা দিয়েছেন। এই দুই টেস্ট ম্যাচ পারথের মতো দুই দিনের কম সময়ে শেষ হয়ে যায়নি। তা সত্ত্বেও আইসিসি-র বিচারে 'ভালো' বা 'খুব ভালো' নয়। ফলে অনেকেই বলছেন, আইসিসি দ্বিচারিতা করছে।
বরাবরই দেখা গিয়েছে, ভারতীয় উপমহাদেশের বাইরে যে পিচগুলি থেকে পেসাররা সহায়তা পান, সেই পিচগুলিকে ভালো বলে থাকে আইসিসি। যে পিচগুলি থেকে স্পিনাররা সাহায্য পান, সেই পিচগুলিকে ভালো রেটিং দেওয়া হয় না। এবারও ঠিক সেটাই দেখা যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।