২ দিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়া পারথের পিচ 'খুব ভালো,' ভারতের বিষয়ে কী মত আইসিসি-র?

Published : Nov 27, 2025, 03:11 PM IST
Perth Pitch Gets Highest ICC Rating

সংক্ষিপ্ত

The Ashes, 2025-26: পারথ স্টেডিয়ামে (Perth Stadium) এবারের অ্যাশেজের প্রথম টেস্ট ম্যাচ মাত্র দু'দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছে। কিন্তু যাঁরা ইডেন গার্ডেন্সের (Eden Gardens) পিচের সমালোচনায় মুখর হয়েছিলেন, তাঁরা পারথের পিচ নিয়ে প্রশ্ন তুলছেন না।

DID YOU KNOW ?
পিচ নিয়ে দ্বিচারিতা
যে পিচে ২ দিনেরও কম সময়ে টেস্ট ম্যাচ শেষ হয়ে গিয়েছে, সেই পিচকে সবচেয়ে বেশি রেটিং দিয়েছে আইসিসি। অথচ ভারতের পিচগুলি কম রেটিং পেয়েছে।

Perth Stadium Pitch: যে পিচে টেস্ট ম্যাচের প্রথম দিন ১৯ উইকেট পড়েছে, দ্বিতীয় দিনেই খেলা শেষ হয়ে গিয়েছে, সেই পিচকেই সবচেয়ে বেশি রেটিং! হ্যাঁ, পারথ স্টেডিয়ামের (Perth Stadium) পিচ সম্পর্কে আইসিসি-র (International Cricket Council) মত এমনই। এবারের অ্যাশজের (The Ashes, 2025-26) প্রথম টেস্ট ম্যাচের পিচকে 'খুব ভালো' বলে বর্ণনা করেছে আইসিসি। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের (Australia vs England) প্রথম টেস্ট ম্যাচে আইসিসি-র ম্যাচ রেফারি ছিলেন শ্রীলঙ্কার (Sri Lanka) রঞ্জন মধুগলে (Ranjan Madugalle)। তিনি পারথের পিচকে সবচেয়ে বেশি রেটিং দিয়েছেন। আইসিসি-র রেটিং অনুযায়ী, 'খুব ভালো' পিচ বলতে এমন পিচের কথা বলা হয় যে পিচে বল পড়ে ব্যাটারদের কোমর বা বুকের উচ্চতায় ওঠে, নিয়ন্ত্রিত সিম মুভমেন্ট থাকে, ম্যাচের শুরুতে ভালো বাউন্স থাকে, ব্যাটার ও বোলারদের মধ্যে লড়াইয়ে ভারসাম্য থাকে। কিন্তু যে পিচে প্রথম দিনই ১৯ উইকেট পড়ে গিয়েছে, সেখানে ব্যাটার ও বোলারদের লড়াইয়ে ভারসাম্য থাকার কথা বলা হাস্যকর। ট্রেভিস হেড (Travis Head) ছাড়া কোনও ব্যাটারই দাপট দেখাতে পারেননি। তা সত্ত্বেও এই পিচকেই সবচেয়ে ভালো বলে দাবি করছে আইসিসি।

ভারতের পিচ নিয়ে আইসিসি-র মত কী?

সম্প্রতি দিল্লি (Delhi) ও আমেদাবাদে (Ahmedabad) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India–West Indies Test Series) খেলেছে ভারতীয় দল। সেই সিরিজে আইসিসি ম্যাচ রেফারি ছিলেন অ্যান্ডি পাইক্রফট (Andy Pycroft)। তিনি এই দুই জায়গার পিচকে 'সন্তোষজনক' আখ্যা দিয়েছেন। এই দুই টেস্ট ম্যাচ পারথের মতো দুই দিনের কম সময়ে শেষ হয়ে যায়নি। তা সত্ত্বেও আইসিসি-র বিচারে 'ভালো' বা 'খুব ভালো' নয়। ফলে অনেকেই বলছেন, আইসিসি দ্বিচারিতা করছে।

পেসারদের সহায়ক পিচ হলেই ভালো!

বরাবরই দেখা গিয়েছে, ভারতীয় উপমহাদেশের বাইরে যে পিচগুলি থেকে পেসাররা সহায়তা পান, সেই পিচগুলিকে ভালো বলে থাকে আইসিসি। যে পিচগুলি থেকে স্পিনাররা সাহায্য পান, সেই পিচগুলিকে ভালো রেটিং দেওয়া হয় না। এবারও ঠিক সেটাই দেখা যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পারথ টেস্ট ম্যাচ ২ দিনেরও কম সময়ে শেষ হয়ে গিয়েছে।
এবারের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হয়েছে পারথ স্টেডিয়ামে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের এই ম্যাচ ২ দিনেই শেষ হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

টুথপেস্টের বিজ্ঞাপনের ভিডিওতে আঙুলে নেই এনগেজমেন্ট রিং, স্মৃতি মন্ধানাকে ঘিরে নতুন জল্পনা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় ওডিআই ম্যাচে অনিশ্চিত নান্দ্রে বার্গার, টনি ডে জর্জি