IND vs SA 5th T20: মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি! আহমেদাবাদে হার্দিক ঝড়ে তছনছ দক্ষিণ আফ্রিকা, মাঠ থেকেই বান্ধবীকে ফ্লাইং কিস

Published : Dec 19, 2025, 09:44 PM ISTUpdated : Dec 19, 2025, 10:22 PM IST
IND vs SA 5th T20

সংক্ষিপ্ত

IND vs SA 5th T20: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে কার্যত, একাই তছনছ করে দিলেন হার্দিক পান্ডিয়া (fastest t20i fifty)। বলা যেতেই পারে, সত্যিই যেন পিকচার পারফেক্ট মুভি। 

IND vs SA 5th T20: হার্দিক ঝড়। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে কার্যত, একাই তছনছ করে দিলেন হার্দিক পান্ডিয়া (fastest t20i fifty)। বলা যেতেই পারে, সত্যিই যেন পিকচার পারফেক্ট মুভি। অনবদ্য ব্যাটিং। নিঃসন্দেহে ২২ গজে ঝড় তুললেন ভারতের অন্যতম তারকা হার্দিক পান্ডিয়া (ind vs sa)। 

২৫ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুক্রবার, চলতি টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। আর সেই ম্যাচেই, টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। আর ব্যাট করতে নেমে, শুরু থেকেই চালিয়ে খেলেন টিম ইন্ডিয়ার ওপেনাররা।

সঞ্জু স্যামসন করেন ২২ বলে ৩৭ রান এবং অভিষেক শর্মার ঝুলিতে ২১ বলে ৩৪ রান। টিম ম্যানেজমেন্ট চাইছিল, সেই মোমেন্টামকে ধরে রাখতে। তাই সঠিক সময়ে, উপযুক্ত কাজটি করে গেলেন তিলক ভার্মা। খেললেন ৪২ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব এদিনও ব্যর্থ। সংগ্রহে মাত্র ৫ রান। কিন্তু দলকে সঠিকভাবেই পরিচালনা করেছেন। 

নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ২৩১ রান তুলল ভারত

তারপরেই শুরু হার্দিক ঝড়। মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি করলেন এই তারকা অলরাউন্ডার। রীতিমতো বিধ্বংসী ব্যাটিং। শুরুটাই করলেন ছয় মেরে।তাঁকে থামাতেই পারছিলেন না দক্ষিণ আফ্রিকার বোলাররা। একটা সময়, প্রোটিয়া বোলাররা বুঝতেই পারছিলেন না যে, কোথায় বল করা ঠিক হবে!

একের পর এক চার-ছয়ের বন্যা বইয়ে দিলেন আহমেদাবাদে। উপহার দিলেন ২৫ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস। স্ট্রাইক রেট ২৫২.০০। ৫টি চার এবং ৫টি ছয় ছিল তাঁর ইনিংসে। আর হাফ সেঞ্চুরি করেই সোজা গ্যালারির দিকে ফ্লাইং কিস। কারণ, সেখানে তখন বসে হার্দিকের বান্ধবী মাহিকা শর্মা। জীবনের অন্যতম সেরা ইনিংস খেলেই প্রিয়তমার কাছে পাঠিয়ে দিলেন চুম্বন। গোটা গ্যালারি তখন হার্দিকের অবিস্মরণীয় ইনিংসে মুগ্ধ। 

এরপর নেমে শিবম দুবে যোগ করলেন ১০ রান। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি উইকেট নেন করবিন বোশ ও ১টি করে উইকেট নেন জর্জ লিন্ডে এবং ওটনিল বার্টম্যান। 

নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ২৩১ রান তুলল ভারত। 

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, আর্শদীপ সিং

দক্ষিণ আফ্রিকাঃ কুইন্টন ডি কক (উইকেটকিপার-ব্যাটার), রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), ডিওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডোনোভান ফেরেরা, জর্জ লিন্ডে, মার্কো জ্যানসেন, করবিন বোশ, লুঙ্গি এনগিডি, ওটনিল বার্টম্যান

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 5th T20: দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়ে টি-২০ সিরিজ পকেটে ভারতের, বিশ্বকাপের আগে শক্তি বোঝাল টিম ইন্ডিয়া
BCCI Domestic: রোহিত-কোহলির পর এবার ঘরোয়া ক্রিকেটে খেলবেন কেএল রাহুল এবং প্রসিধ কৃষ্ণ, কর্ণাটক দলে সুযোগ