হাসপাতালে ভর্তি হওয়ার পর এখন শরীর কেমন আছে? নিজেই জানালেন যশস্বী জয়সোয়াল

Published : Dec 19, 2025, 05:11 PM IST
yashasvi jaiswal

সংক্ষিপ্ত

Yashasvi Jaiswal: ভারতের তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা যশস্বী জয়সোয়াল। তিনি সব ফর্ম্যাটেই জাতীয় দলের ভরসা হয়ে উঠছেন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও খেলছেন এই তরুণ ব্যাটার।

DID YOU KNOW ?
অধিনায়ক হতে চান যশস্বী
যশস্বী জয়সোয়াল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ভবিষ্যতে ভারতীয় দলের অধিনায়ক হতে চান।

Yashasvi Jaiswal Health Update: পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও, এখন ভালো আছেন তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল। তিনি নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে যশস্বী লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে সবার কাছ থেকে যে শুভেচ্ছাবার্তা পেয়েছি, তাতে আমি অভিভূত। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি সুস্থ হয়ে উঠছি। চিকিৎসার ক্ষেত্রে যে অসাধারণ সাহায্য পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। খুব তাড়াতাড়ি মাঠে ফিরব বলে আশা করছি।’ হাসপাতালে ভর্তি হওয়ার পর গত গত ৪৮ ঘণ্টায় যশস্বীর ওজন কমে গিয়েছে বলে জানা গিয়েছে। তাঁর পেটে ঠিক কী ধরনের সমস্যা হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে তিনি সুস্থ হয়ে উঠছেন, এই খবরে ক্রিকেটপ্রেমীরা এখন স্বস্তিতে।

মঙ্গলবার হাসপাতালে ভর্তি যশস্বী

মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy 2025) মুম্বইয়ের (Mumbai) হয়ে রাজস্থানের (Rajasthan) বিরুদ্ধে ম্যাচ খেলার পরেই পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন যশস্বী। প্রাথমিকভাবে জানা যায়, তাঁর অ্যাকিউট গ্যাস্ট্রোএনটেরাইটিস হয়েছে। ম্যাচ শেষ হওয়ার পরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এই কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। চিকিৎসকরা এই ক্রিকেটারকে বিশ্রাম নেওয়ার এবং প্রয়োজনীয় ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন। এই তরুণ ক্রিকেটার কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

ঘরোয়া ক্রিকেটে অসাধারণ ফর্মে যশস্বী

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন যশস্বী। মুম্বইয়ের হয়ে এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ ব্যাটার। গ্রুপ পর্বে হরিয়ানার (Haryana) বিরুদ্ধে ৫০ বলে ১০১ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। এই অসাধারণ ইনিংসের সুবাদে টি-২০ ম্যাচে ২৩৪ রানের টার্গেট তাড়া করে জয় পায় মুম্বই। শনিবার মুম্বইয়ে টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) দল ঘোষণা  করা হবে। যশস্বীর আশা, তিনি বিশ্বকাপের দলে থাকবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে খেলতে চান যশস্বী জয়সোয়াল।
শনিবার মুম্বইয়ে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। এই দলে থাকার আশায় যশস্বী জয়সোয়াল।
Read more Articles on
click me!

Recommended Stories

Australia vs England: অ্যাশেজের তৃতীয় টেস্টেও চালকের আসনে অস্ট্রেলিয়া, ট্র্যাভিস হেডের দুরন্ত সেঞ্চুরি
আইপিএল ২০২৬: নিলামে কোনও দলে জায়গা পাননি, টেস্ট ম্যাচে দ্বিশতরান ডেভন কনওয়ের