IND vs SA Test 2025: ইডেন টেস্টে দলে আসবেন ধ্রুভ জুরেল? জোড়া শতরানের পর প্রবল সম্ভাবনা

Published : Nov 09, 2025, 04:57 PM IST
IND vs SA Test 2025: ইডেন টেস্টে দলে আসবেন ধ্রুভ জুরেল? জোড়া শতরানের পর প্রবল সম্ভাবনা

সংক্ষিপ্ত

IND vs SA Test 2025: জানা যাচ্ছে, কলকাতায় অনুষ্ঠিত হতে চলা প্রথম টেস্টে ব্যাটার হিসাবে খেলানো হতে পারে তাঁকে। অর্থাৎ, উইকেটকিপার হিসেবে দলে থাকবেন ঋষভ পন্থ। অন্যদিকে, রবিবারই কলকাতায় চলে আসবে ভারতীয় ক্রিকেট দল।

IND vs SA Test 2025: ইডেনে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ (india vs south africa test eden gardens)। এদিকে দক্ষিণ আফ্রিকার এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের দুটি ইনিংসেই শতরান করেছেন ধ্রুব জুরেল। কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমন গিলের উপর রীতিমতো চাপ বাড়িয়ে দিয়েছেন তিনি (india vs south africa test squad)। 

কলকাতায় চলে আসবে ভারতীয় ক্রিকেট দল

জানা যাচ্ছে, কলকাতায় অনুষ্ঠিত হতে চলা প্রথম টেস্টে ব্যাটার হিসাবে খেলানো হতে পারে তাঁকে। অর্থাৎ, উইকেটকিপার হিসেবে দলে থাকবেন ঋষভ পন্থ। অন্যদিকে, রবিবারই কলকাতায় চলে আসবে ভারতীয় ক্রিকেট দল। 

উল্লেখ্য, দ্বিতীয় বেসরকারি টেস্টে চোট পেলেও ঋষভ পন্থ আপাতত ঠিক আছেন বলেই জানা গেছে। প্রথম টেস্টে খেলতে তাঁর এই মুহূর্তে কোনও অসুবিধা নেই। সেক্ষেত্রে জুরেলকে ব্যাটার হিসেবে খেলানো হবে প্রথম একাদশে। 

প্রসঙ্গত, পন্থ না থাকায় ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়ে উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলেন ধ্রুভ জুরেল। এবার পন্থ চলে আসায়, তাঁর জায়গা হত না দলে। কিন্তু জোড়া শতরানের পর, তাঁকে আর দলের বাইরে রাখতে চাইছেন না শুভমান গিল নিজেও।

নীতীশের জায়গায় জুরেল?

বোর্ড সূত্রে জানা যাচ্ছে, “জুরেলকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে প্রথম টেস্টে খেলানো হতে পারে। দলে দুটি জায়গায় ওকে খেলানো যেতে পারে। এক হল সাই সুদর্শনের জায়গায় তিন নম্বরে নামানো হতে পারে। কিন্তু শেষ ম্যাচে, অর্ধশতরান করেছে সাই। 

তাই দলে একজন পাকাপাকিভাবে তিন নম্বর ব্যাটার চাওয়া হচ্ছে। সেক্ষেত্রে আর একটাই জায়গা পড়ে থাকে। তা হল নীতীশ কুমার রেড্ডি। ভারতীয় পরিবেশে নীতীশের বোলিং খুব একটা নাও দরকার হতে পারে। তাই নীতীশের জায়গায় জুরেলকে খেলানো যেতে পারে।”

অন্যদিকে, রবিবারই কলকাতায় পা রাখার কথা রয়েছে শুভমান গিল এবং যশপ্রীত বুমরাদের। বিকেলের মধ্যেই শহরে চলে আসার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। দক্ষিণ আফ্রিকাও রবিবার শহরে চলে আসছে। তবে ভারতীয় টেস্ট দলের বাকি সদস্যরা সোমবার ধাপে ধাপে কলকাতায় এসে পৌঁছবেন। মঙ্গলবার থেকে অনুশীলন শুরু হবে প্রথম টেস্টের জন্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে