
Mohammed Shami News: শুধু ফিটনেস নয়, টিম ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। তাঁর প্রতি বিরক্ত টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গত বছর দেশের মাটিতে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টেস্ট সিরিজে শেষবার খেলার সুযোগ পান শামি। তারপর থেকেই তিনি জাতীয় দলের বাইরে। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ফিটনেস ও ফর্মের প্রমাণ দিলেও, এই পেসারের জন্য জাতীয় দলের দরজা খুলছে না। শুক্রবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) টেস্ট সিরিজ। এই সিরিজেও ভারতীয় দলে নেই শামি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত বলেন, শামির হাঁটু ফুলে রয়েছে। কিন্তু এরপরেই দেখা যায় পায়ে ব্যান্ডেজ থাকা অবস্থাতেই নেটে কয়েকজন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফকে বোলিং করছেন এই পেসার। তারপর গুরুগ্রামে (Gurugram) এক অনুষ্ঠানে হাজির হন শামি। সেই সময়ও তাঁকে ফিট মনে হচ্ছিল। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্টের মতে, দীর্ঘমেয়াদী ভিত্তিতে ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন না এই পেসার। টিম ম্যানেজমেন্ট চাইছিল, বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy 2024-25) আগে সম্পূর্ণ ফিট হয়ে উঠুন শামি। কিন্তু তিনি রিহ্যাবে থাকার বদলে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের শ্যুটিং, প্রচার অনুষ্ঠানে যোগ দেন। এর ফলেই তাঁর উপর বিরক্ত হয়ে উঠেছে টিম ম্যানেজমেন্ট।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দলের চিকিৎসকরা ফিট হয়ে ওঠার জন্য যা যা করতে বলেছিলেন, সে সব করেননি শামি। তিনি রিহ্যাবে থাকার সময় চিকিৎসকদের পরামর্শ মেনে চলেননি। তখনই টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়, শামির পরিবর্তে অন্য পেসারদের সুযোগ দেওয়া হবে। আরও একটি বিষয় শামির বিপক্ষে গিয়েছে। তিনি প্রকাশ্যে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেন। প্রকাশ্যে প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) মন্তব্যের বিরোধিতা করেছেন শামি। এরপর আর তাঁর পক্ষে জাতীয় দলে ফেরা সম্ভব হচ্ছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।