
IND vs SA Test 2025: সোমবার সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারতের রাজধানী দিল্লী (India vs South Africa Test)। খোদ লালকেল্লার সামনে এই বিস্ফোরণের পর, নড়েচড়ে বসেছে দেশের ইন্টেলিজেন্স। শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট। আর সেই ম্যাচকে ঘিরেই এবার নিরাপত্তা আরও বৃদ্ধ পাচ্ছে (india vs south africa test series)।
দিল্লী বিস্ফোরণ কাণ্ডের জেরে কলকাতা পুলিশ নিরাপত্তায় কোনও ফাঁকফোকর রাখতে চাইছে না। এমনিতেই দিল্লী বিস্ফোরণের পরে, হাই অ্যালার্ট জারি করা হয়েছে কলকাতায়। শহরের সমস্ত থানাকে ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে লালবাজার।
সেই পরিস্থিতির মধ্যেই, ১৪ নভেম্বর থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। দুই দল ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছে। জানা যাচ্ছে, মঙ্গলবার কালীঘাট মন্দিরে যাওয়ার কথা ভারতীয় দলে হেড কোচ গৌতম গম্ভীরের। তবে নিরাপত্তার কারণে, তা আপাতত স্থগিত রাখা হয়েছে।
কার্যত, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ইডেন গার্ডেন্সকে। ভারতীয় দলের নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে। কনভয়ে পাইলট কার ছাড়াও সিকিউরিটি অফিশিয়ালদের সংখ্যা বাড়ানো হয়েছে। থ্রি-লেয়ার নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে ইডেনে।
স্টেডিয়ামের বাইরে, এন্ট্রি গেট এবং গ্যালারি, তিনটি ক্ষেত্রেই নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে। প্রত্যেক দর্শকককে দুবার মেটাল স্ক্যানারের মধ্যে দিয়ে যেতে হবে। দর্শকাসনে সাদা পোশাকের পুলিশও থাকবে বলে জানা যাচ্ছে।
এমনিতেই ইডেনে কোনও ম্যাচ থাকলে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা থাকে। তার মধ্যে এবার এই পরিস্থিতিতে সেই নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। দর্শকদের গতিবিধির উপরেও নজর রাখা হবে বলে জানা গেছে।
আসলে দিল্লী বিস্ফোরণ কাণ্ডের পর, কলকাতা পুলিশ ইডেনের নিরাপত্তায় কোনও ফাঁকফোকর রাখতে চাইছে না। এমনিতেই দিল্লী বিস্ফোরণের পরে, হাই অ্যালার্ট জারি করা হয়েছে কলকাতায়। তাই শহরের সমস্ত থানাকে ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে লালবাজার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।