রঞ্জি ট্রফি ২০২৫: শাহবাজ আহমেদের ৭ উইকেট, রেলওয়েজের বিরুদ্ধে ইনিংসে জয় বাংলার

Published : Nov 11, 2025, 02:53 PM ISTUpdated : Nov 11, 2025, 03:11 PM IST
Shahbaz Ahmed

সংক্ষিপ্ত

Ranji Trophy Elite: এবারের রঞ্জি ট্রফির শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে বাংলা। চতুর্থ ম্যাচে ইনিংসে জয় পাওয়ার সুবাদে রঞ্জি ট্রফি এলিট গ্রু সি-তে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল বাংলা।

DID YOU KNOW ?
শাহবাজ আহমেদের দাপট
রঞ্জি ট্রফিতে রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচে ২ ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে বাংলাকে জেতালেন শাহবাজ আহমেদ।

Ranji Trophy 2025, Bengal vs Railways: রেলওয়েজকে ইনিংস ও ১২০ রানে হারিয়ে চলতি রঞ্জি ট্রফি এলিট গ্রুপ সি-তে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল বাংলা। চার ম্যাচ খেলে বাংলার পয়েন্ট ২০। তিন ম্যাচে জয় পেয়ছে বাংলা। দ্বিতীয় স্থানে থাকা হরিয়ানা (Haryana) তিন ম্যাচে জয় পেলেও, এক ম্যাচে হেরে গিয়েছে। তার ফলে হরিয়ানার পয়েন্ট ১৮। শীর্ষস্থান ধরে রাখতে হলে পরের ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স দেখাতে হবে। সে কথা জানেন বাংলার ক্রিকেটাররা। তাঁরা ধারাবাহিকতা বজায় রাখতে চান। বাংলার ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। কেউ না কেউ দায়িত্ব নিয়ে খেলছেন। দলগত লড়াই বাংলার ভরসা। পরের ম্যাচগুলিতেও এই লড়াই বজায় থাকলে শীর্ষে থেকে যেতে পারে বাংলা।

শাহবাজ আহমেদের ঘূর্ণিতে বেলাইন রেল

রেলওয়েজের বিরুদ্ধে এই ম্যাচের প্রথম ইনিংসে ৪৭৪ রানে অলআউট হয়ে যায় বাংলা। এরপর প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট হয়ে যায় রেলওয়েজ। তারপর ফলো-অন করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে অলআউট হয়ে যায় রেলওয়েজ। ফলে সহজ জয় পেল বাংলা। এই ম্যাচের প্রথম ইনিংসে ৪২ রান দিয়ে এক উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫৬ রান দিয়ে সাত উইকেট নেন শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। প্রথম ইনিংসে প্রথম ইনিংসে ৩৫ রান দিয়ে চার উইকেট নেন সূরজ সিন্ধু জয়সোয়াল (Suraj Sindhu Jaiswal)। এর ফলে বাংলার জয় সহজ হয়ে যায়।

ব্যাটিংয়েও দাপট শাহবাজের

এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬১ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলা। সেই অবস্থায় অনুষ্টুপ মজুমদারের (Anustup Majumdar) সঙ্গে লড়াই শুরু করেন শাহবাজ। এই জুটিই বাংলাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। অনুষ্টুপ ১৩৫ রান করেন। শাহবাজ করেন ৮৬ রান। এরপর সুমন্ত গুপ্ত (Sumanta Gupta) করেন ১২০ রান। এর ফলে বড় স্কোর করে বাংলা। তারপর বোলারদের দাপটে জয় এল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
রঞ্জি ট্রফি এলিট গ্রুপ সি-তে গ্রুপের শীর্ষে বাংলা।
চার ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে চলতি রঞ্জি ট্রফিতে এলিট গ্রুপ সি-র শীর্ষে বাংলা।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা