IND vs SA Women Final: 'ক্রিকেট আসলে সবার খেলা' পুরুষতন্ত্রকে চ্যালেঞ্জ! ২২ গজে নবজাগরণ ঘটিয়ে ঐতিহাসিক বার্তা হরমনপ্রীতের

Published : Nov 03, 2025, 06:38 PM IST
IND vs SA Women Final

সংক্ষিপ্ত

IND vs SA Women Final: তারা প্রমাণ করে দিয়েছেন যে, এই পৃথিবীতে ছেলে এবং মেয়ে আসলে সমান। অর্ধেক আকাশ মেয়েদেরও। নিঃসন্দেহে ঐতিহাসিক জয়। এই বিশ্বকাপ জয় শুধু একটা ট্রফি জেতা নয়।

IND vs SA Women Final: চলতি কথায় অনেকে বলে থাকেন, ক্রিকেট তো ভদ্রলোকের খেলা। এবার সময় এসেছে এটা বলার যে, ক্রিকেট আসলে সবার খেলা (india women vs south africa women)। 

মেয়েরা ক্রিকেট খেলবে? ভ্রু কুঁচকে থাকার দিন শেষ তাদের জন্য, যারা এতদিন এই ধারণার বশবর্তী হয়ে ছিলেন (india vs south africa women)। কারণ, চোখে চোখে রেখে উপযুক্ত জবাব ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন হরমনপ্রীত কৌররা। আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে, দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাজিত করে ট্রফি ঘরে তুলেছে ভারতের প্রমীলা বাহিনী। 

 

 

তারা প্রমাণ করে দিয়েছেন যে, এই পৃথিবীতে ছেলে এবং মেয়ে আসলে সমান। অর্ধেক আকাশ মেয়েদেরও। নিঃসন্দেহে ঐতিহাসিক জয়। এই বিশ্বকাপ জয় শুধু একটা ট্রফি জেতা নয়। বরং, সামাজিক হাজারো খোঁচা এবং পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে সজোরে চপাটাঘাত। 

কখনও কেউ হয়ত ট্রোলের শিকার হয়েছেন, তবু হাল ছাড়েননি। আসলে প্যাশনটাই যে আসল। লড়াই থেকে হারিয়ে যাননি। যে দেশে ক্রিকেটও একটা ধর্ম, সেই দেশের বহু প্রগতিশীল মানুষের থেকে টিম ইন্ডিয়া বিপুল জনসমর্থনও পেয়েছে। তার প্রমাণ দিয়েছে গোটা গ্যালারির গর্জন। আর জয়ের পর, গোটা দেশ যেন আনন্দে মাতোয়ারা। 

 

 

মেয়েরা শুধু রান্নাঘরে নয়! রাত ১২টায়, ২২ গজে দাঁড়িয়ে বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। আর ঠিক সেই বিশ্বকাপ জয়ের পরদিন, আরও বড় বার্তা দিলেন বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি নিজের ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, হরমনপ্রীত ওয়ার্ল্ড কাপ ট্রফি জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন। তাঁর গায়ের টি-শার্টে একটি চমকপ্রদ লেখা রয়েছে। যেটি বিরাট একটি অর্থ বহন করছে। 

সেই লেখাটি হল, 'ক্রিকেট ইজ আ জেন্টলম্যান'স গেম! এভরিওয়ান'স গেম' কিন্তু সেই 'জেন্টলম্যান'স' এর উপর একটি কালো দাগ দিয়ে কাটা। আর 'এভরিওয়ান'স' শব্দটি লাল কালি দিয়ে লেখা রয়েছে। অর্থাৎ, মানে দাঁড়াচ্ছে যে, ক্রিকেট শুধুমাত্র ভদ্রলোকের খেলা নয়! ক্রিকেট আসলে সবার খেলা।    

 

 

তারপরেই তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, সকালে উঠে তিনি কফি কাপে চুমুক দিতে দিতে বিশ্বকাপের ট্রফির সঙ্গে চিয়ার্স করছেন। আর সেই ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, “কিছু আপগ্রেড অপেক্ষার যোগ্য।"

তাই এই দুনিয়ায় ছেলে এবং মেয়ে সমান। ক্রিকেট আসলে সবার খেলা। সেটাই যেন আরও একবার প্রমাণ হয়ে গেল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টুথপেস্টের বিজ্ঞাপনের ভিডিওতে আঙুলে নেই এনগেজমেন্ট রিং, স্মৃতি মন্ধানাকে ঘিরে নতুন জল্পনা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় ওডিআই ম্যাচে অনিশ্চিত নান্দ্রে বার্গার, টনি ডে জর্জি