IND vs SA Women Final: স্মৃতি-দীপ্তি-শেফালি! ত্রয়ীর ব্যাটিং দাপটে ভারতের স্কোর ২৯৮, এবার পরীক্ষা বোলারদের

Published : Nov 02, 2025, 08:39 PM ISTUpdated : Nov 02, 2025, 08:57 PM IST
IND vs SA Women Final

সংক্ষিপ্ত

IND vs SA Women Final: মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে রবিবার, হাইভোল্টেজ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা।

IND vs SA Women Final: আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে চলছে ধুন্ধুমার লড়াই (india women vs south africa women)। মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে রবিবার, হাইভোল্টেজ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (india vs south africa world cup)। 

ভারতের স্কোর নির্ধারিত ৫০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান

 

 

সেই ম্যাচেই প্রথমে ব্যাট করে ভারতের স্কোর নির্ধারিত ৫০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান। বৃষ্টির জন্য এদিন খেলা অনেকটাই দেরিতে শুরু হয়। বিকেল ৪.৩২ মিনিটে মাঠ পর্যবেক্ষণের পর, আম্পায়াররা জানিয়ে দেন, পুরো ৫০ ওভারের ম্যাচ হবে। এমনিতেও অসুবিধে কিছু নেই। হাতে রিজার্ভ ডে আছে, সোমবার। 

এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আর ব্যাট করতে নেমেই দাপট দেখাতে শুরু করেন স্মৃতি মান্ধানা। তাঁর ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস নিঃসন্দেহে ফাইনাল ম্যাচে বিরাট ফ্যাক্টর হয়ে উঠতে পারে। সেইসঙ্গে, শেফালি ভার্মার বিধ্বংসী ৮৭ রানের ইনিংস ধীরে ধীরে টিম ইন্ডিয়াকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে শুরু করে। 

 

 

স্মৃতির ইনিংসে ছিল ৮টি চার। আর শেফালির ইনিংসে ছিল ৭টি চার এবং ২টি ছয়। অন্যদিকে, জেমিমা রদ্রিগেজের সংগ্রহে ২৪ রান, অধিনায়ক হরমনপ্রীত কৌরের ঝুলিতে ২০ রান এবং অমনজোত কৌর করেছেন ১২ রান। 

বিধ্বংসী ব্যাটিং স্মৃতি-দীপ্তি-শেফালির

তবে দীপ্তি শর্মার কথা বলতেই হয়। ৫৮ রানের অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন তিনি। তাঁর এই ইনিংসে রয়েছে ৩টি চার এবং ১টি ছয়। শেষদিকে নেমে দলের উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ ৩৪ রান যোগ করেন স্কোরবোর্ডে। অপরদিকে, রাধা যাদবের সংগ্রহে ৩ রান। 

 

 

শেষপর্যন্ত, নির্ধারিত ৫০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করে ভারত। প্রোটিয়াদের হয়ে ৩ উইকেট নেন আয়াবোঙ্গা খাকা. ১টি করে উইকেট পেয়েছেন নোনকুলুলেকো ম্লাবা, নাদিন ডি ক্লার্ক এবং ক্লো ট্রায়ন। 

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্যমাত্রা ২৯৯ রান।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম