IND vs SA Women Final: ক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের জন্য আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়ার। নিঃসন্দেহে ঐতিহাসিক। আর সেই বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হলেন হরমনপ্রীত কৌর।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঐতিহাসিক বিশ্বকাপ জয়। অক্লান্ত পরিশ্রম, অদম্য জেদ এবং জয়ের খিদে, এই তিন মন্ত্রেই বাজিমাত করল ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের জন্য আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়ার। নিঃসন্দেহে ঐতিহাসিক। আর সেই বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হলেন হরমনপ্রীত কৌর।
24
গোটা দেশের কাছে তিনি গর্ব
বলকে তালুবন্দি করেই তাঁর দৌড়। স্বপ্ন সফলের তৃপ্তি তখন হরমনপ্রীতের চোখেমুখে ফুটে উঠছে। তিনি জড়িয়ে ধরছেন সতীর্থদের। আবেগে ভাসছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। মাইকের সামনে বারবার আবেগতাড়িত হয়ে পড়ছেন। গোটা দেশের কাছে তিনি গর্ব। সেই হরমনপ্রীত জয়ের পর মুখ খুললেন। উচ্ছ্বাস এবং ট্রফি নিয়ে সেলিব্রেশনের মাঝেই ভারত অধিনায়ক জানালেন মনের কথা।
34
বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক কী বলছেন?
বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক বলছেন, “আসলে এই এই চ্যালেঞ্জটা জিততেই হত আমাদের। এই বেড়াটা ভাঙতে চেয়েছিলাম সবাই মিলে। তাই এই জয়টা ভীষণভাবেই দরকার ছিল। এ তো সবে শুরু হল। এবার আমরা জয়কে অভ্যাসে পরিণত করে ফেলব। ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম এতদিন ধরে। সবাই মিলে পরিশ্রম করেছি।আজ তার ফল পেলাম।"
তাঁর কথায়, "আমরা কখনোই নিজেদের উপর থেকে বিশ্বাস হারাইনি। জানতাম যে, ভালো কিছু করে দেখাতে পারব। দলের প্রত্যেকে আত্মবিশ্বাসী ছিল। সবাই মিলে খেটেছি এবং একটা দল হয়েই মাঠে নেমে নিজেদের প্রমাণ করেছি।"