IND vs SA Women Final: ঐতিহাসিক জয়ের পর, ট্রফি নিয়েই ঘুমাতে গেলেন জেমিমা রদ্রিগেজরা। ঠিক ২২ গজে যখন দেশের মেয়েরা লড়াই করছে, তখন তাদের উৎসাহ দিতে মাঠে হাজির হয়ে গেলেন আরেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা।
IND vs SA Women Final: বিশ্বকাপ জয়। অক্লান্ত পরিশ্রম এবং জেদের ফসল। ঠিক ২২ গজে যখন দেশের মেয়েরা লড়াই করছে, তখন তাদের উৎসাহ দিতে মাঠে হাজির হয়ে গেলেন আরেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা। স্পিরিটটা বুঝিয়ে দিলেন। শুধু ক্রিকেটার নন, একজন বড় মনের মানুষও বটে। আর সেই ঐতিহাসিক জয়ের পর, ট্রফি নিয়েই ঘুমাতে গেলেন জেমিমা রদ্রিগেজরা।
আবেগতাড়িত রোহিত শর্মা
মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে রবিবার, হাইভোল্টেজ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (india vs south africa world cup)। সেই ম্যাচেই, একেবারে প্রথম থেকে সাদা টি-শার্ট এবং মাথায় টুপি পরে হাজির রোহিত। কখনও আইসিসি চেয়ারম্যান জয় শাহের পাশে, কখনও আবার নীতা আম্বানির পাশে, আবার কখনও ভিভিএস লক্ষ্মণের পাশে বসে খেলা দেখলেন, সঙ্গে ছিলেন স্ত্রী ঋতিকা।
কিন্তু ম্যাচ যত এগোচ্ছিল, ততই যেন উত্তেজিত হয়ে পড়ছিলেন তিনি। আর তারপরেই এল সেই মুহূর্ত। হরমনপ্রীতের ক্যাচ! বল তালুবন্দি হতেই যেন নিশ্চিন্ত রোহিত। চেষ্টা করছিলেন আবেগ সামলাতে। একবার উপরে তাকালেন, চোখের কোণে কি জল? আবেগতাড়িত রোহিত শর্মা! বারবার আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি।
ট্রফি জড়িয়ে গুড মর্নিং জানালেন জেমিমারা
অন্যদিকে, স্বপ্নপূরণের রাতে ট্রফিকে জড়িয়ে ধরেই ঘুমালেন জেমিমা-স্মৃতিরা। সোমবার সকালে, দুটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন বিশ্বকাপ জয়ী দলের অন্যতম তারকা জেমিমা। একটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি এবং স্মৃতি মান্ধানা ট্রফি জড়িয়ে হাসি মুখে শুয়ে আছেন। ক্যাপশনে লেখা আছে, “সুপ্রভাত গোটা বিশ্ব।"
তার পাশেই রয়েছে আরেকটি ছবি। সেখানে তাদের দুজনের সঙ্গে রয়েছেন অরুন্ধতী রেড্ডি এবং রাধা যাদব। ক্যাপশনে জেমিমা লেখেন, “আমরা কি এখনও স্বপ্ন দেখছি?"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।