
IND vs WI Test: ক্যারিবিয়ানদের বিপক্ষে বড় জয় ভারতের (India vs West Indies Test Match)। তারপরেই মুখ খুললেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজ়কে আড়াই দিনে ইনিংস এবং ১৪০ রানে হারিয়ে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কী বলছেন (india vs west indies test live streaming)?
শুভমানের কথায়, "টসের ফল যাই হোক না কেন, আমরা শুধু ম্যাচ জিততে চাই। তাই ম্যাচের ফল আমাদের পক্ষে এলে, টসে কিছু যায় আসে না। আমাদের ফোকাস শুধু ক্রিকেটে এবং আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে চাই। এটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’’
ভারত অধিনায়ক জানাচ্ছেন, "আমাদের দলের তিনজন শতরান করেছে। তাছাড়া ফিল্ডিংও বেশ ভালোই করেছে দল। তাই আমার কোনও অভিযোগ নেই। এই পিচ ব্যাট করার জন্য ভালোই ছিল। তবে আমরা কয়েকজন ভালো শুরু করেও বড় রান করতে পারিনি। কিন্তু তারপরেও আমি কেএল রাহুল, ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজার জন্য ভীষণ খুশি।’’
তাঁর মতে, “একসঙ্গে এতজন ভালো স্পিনার দলে থাকলে বোলিং-এ পরিবর্তন করা বেশ কঠিন হয়ে যায়। তবে এত বিকল্প থাকা একেবারেই খারাপ নয়। তবে সবাইকে ঠিকমতো সুযোগ দেওয়ার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হয়ে যায়। তবে ভারতের মাটিতে খেলার মজাই আলাদা। কারণ, আমাদের দলে এমন কয়েকজন রয়েছে, যারা নিজেরাই ম্যাচে পার্থক্য তৈরি করে দিতে পারে। কারণ, কেউ না কেউ ঠিক দায়িত্ব নিয়ে নেয়।"
গিল বলছেন, “গত দেড়-দুই বছরের মধ্যে আমাদের দল অনেক ঐক্যবদ্ধ হয়েছে। স্বাভাবিকভাবেই, আমরা কঠিন পরিস্থিতিও খুব সহজে সামলে উঠতে পারছি। অধিনায়ক হিসেবে এই বিষয়টা আমাকে আলাদা করে তৃপ্তি দিচ্ছে। তবে দল হিসেবে আমরা এখনও শিখে চলেছি। যতদিন আমরা এই শেখার মানসিকতা ধরে রাখতে পারব, ততদিনই ব্যাপারটা আমাদের পক্ষে একইরকম ইতিবাচক থাকবে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।