কলম্বোয় বৃষ্টি, রবিবার মহিলাদের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নির্বিঘ্নে হবে?

Published : Oct 04, 2025, 10:34 PM ISTUpdated : Oct 04, 2025, 11:04 PM IST
colombo rain

সংক্ষিপ্ত

2025 Women's Cricket World Cup: সদ্যসমাপ্ত এশিয়া কাপে (Asia Cup 2025) তিনবার পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। এবার মহিলাদের ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তানের লড়াই হতে চলেছে।

DID YOU KNOW ?
বিশ্বকাপ জয়ই লক্ষ্য
ভারতের সিনিয়র মহিলা ক্রিকেট দল এখনও পর্যন্ত কোনও ফর্ম্যাটেই বিশ্বকাপ জিততে পারেনি। এবার চ্যাম্পিয়ন হওয়াই হরমনপ্রীত কউরদের লক্ষ্য।

India Women vs Pakistan Women: রবিবার মহিলাদের ওডিআই বিশ্বকাপে (2025 Women's Cricket World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ কি ভালোভাবে হবে? শনিবার এ বিষয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ, এদিন কলম্বোয় (Colombo) বৃষ্টির জন্য শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচ (Sri Lanka Women vs Australia Women) শুরুই করা গেল না। এদিন আর প্রেমদাসা স্টেডিয়ামে (R. Premadasa Stadium) এই ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য টস করাও সম্ভব হল না। রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে ভারত-পাকিস্তান ম্যাচে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। টস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে দল টসে জিতবে তারা সুবিধা পেতে পারে। এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় ভারতীয় দল আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। অন্যদিকে, প্রথম ম্যাচে হেরে গিয়েছে পাকিস্তান। ফলে এগিয়ে থেকেই খেলতে নামছে ভারতীয় দল।

রবিবার কেমন থাকতে পারে কলম্বোর আবহাওয়া?

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রবিবার কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন তাপমাত্রা ২৭ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ম্যাচ চলাকালীন সামান্য বৃষ্টি হতে পারে। ফলে ম্যাচ শুরু হতে বিলম্ব হতে পারে। তবে ম্যাচ যত এগোবে ততই আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। ম্যাচের শেষদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকতে পারে। ফলে সেই সময় যে দল ফিল্ডিং করবে, তাদের সমস্যা হতে পারে।

মাঠের বাইরে উত্তেজনা

সদ্যসমাপ্ত এশিয়া কাপে (Asia Cup 2025) তিনবার পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারতের পুরুষ দল। তিনবারই জয় পেয়েছে ভারত। কোনও ম্যাচেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। রবিবার মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করবেন না ভারতীয় ক্রিকেটাররা। নিরপেক্ষ কেন্দ্রে এই ম্যাচ হলেও, উত্তেজনা রয়েছে। এগিয়ে থেকেই এই ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তবে ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজক। তাছাড়া আবহাওয়াও রবিবারের ম্যাচে বড় প্রভাব ফেলতে পারে। ফলে জয় পেতে হলে ভারতীয় দলকে ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
রবিবার মহিলাদের বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত।
রবিবার কলম্বোয় মহিলাদের ওডিআই বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম