IND vs WI Test: গম্ভীরের বাড়িতে ডিনারে আমন্ত্রণ গিলদের, এবার কি হবে পরের টেস্টের পরিকল্পনা?

Published : Oct 07, 2025, 01:24 AM ISTUpdated : Oct 07, 2025, 02:31 AM IST
Gautam Gambhir

সংক্ষিপ্ত

IND vs WI Test: এবার সামনে দ্বিতীয় টেস্ট। আগামী ১০ অক্টোবর থেকে, দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে সেই ম্যাচ।

IND vs WI Test: প্রথম টেস্টে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ইনিংস এবং ১৪০ রানে জয় পেয়েছে ভারত। তাও আবার মাত্র আড়াই দিনে। এবার সামনে দ্বিতীয় টেস্ট। আগামী ১০ অক্টোবর থেকে, দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে সেই ম্যাচ। 

নিজের বাড়িতেই ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন গম্ভীর

আর তার আগেই এবার, টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর পুরো দলকে নিজের বাড়িতে ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন। জানা যাচ্ছে, দলের হেডকোচ গৌতম গম্ভীর গোটা দলকে দিল্লীতে তাঁর নিজের বাড়িতেই ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

 

 

আগামী ৮ অক্টোবর, অরুণ জেটলি স্টেডিয়ামে বিকেলের অনুশীলন সেরে গম্ভীরের বাড়িতে ডিনারে যাবেন শুভমান গিলরা। ক্রিকেটারদের সঙ্গে দলের সাপোর্ট স্টাফরাও ডিনারে উপস্থিত থাকবেন। অনেকেই বলছেন, ডিনারের সঙ্গে দ্বিতীয় টেস্ট জয়ের পরিকল্পনাও সাজিয়ে নিতে পারেন গম্ভীর। 

বোঝাপড়া বৃদ্ধি করতেও সাহায্য করে

এমনিতেই এখন ভারতীয় ক্রিকেট দলের ঠাসা সূচি। এশিয়া কাপ জয়ের পরেই, ভারতীয় দল ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলতে। অনেকেই মনে করছেন, ক্রিকেটারদের উপর থেকে চাপ কমাতে চাইছেন গম্ভীর। সেইজন্যই এই ডিনার পার্টি। তাছাড়া মাঝে মাঝে এইরকম কিছু বিষয় দলের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি করতেও সাহায্য করে। 

অন্যদিকে, আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হবে একদিনের সিরিজ। অজিদের মাটিতে তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজ নিয়ে এখন থেকেই উন্মাদনা কার্যত, তুঙ্গে রয়েছে। ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে প্রায় সমস্ত টিকিট। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম