
India vs Australia Series 2025: রোহিত শর্মাকে সরিয়ে শুভমান গিলকে একদিনের দলের অধিনায়ক করার পিছনে রয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকার। এমনটাই দাবি করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা মহম্মদ কাইফ। তিনি একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতে বলেছেন যে, তাড়াহুড়ো করে গিলকে অধিনায়ক বানিয়ে নির্বাচকরা আসলে তাঁর উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিচ্ছেন। এই সিদ্ধান্ত গিলের পারফরম্যান্সের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।
গিলকে যে একদিনের অধিনায়ক করা হবে, এটা অবশ্য কিছুটা প্রত্যাশিতই ছিল। কিন্তু অনেকেই ভেবেছিলেন, এটা হয়ত ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের পরে হবে। কারণ, অধিনায়ক হিসেবে রোহিতকে আরও একটু সময় দেওয়া যেত। ফিটনেসের দিক থেকেও রোহিত এখন অনেক উন্নতি করেছেন। তাই এত তাড়াহুড়ো করে গিলকে অধিনায়ক বানিয়ে নির্বাচকরা তাঁর মাথায় অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দিয়েছেন বলেই মত কাইফের।
এই সিদ্ধান্ত গিলের পারফরম্যান্সের উপর খারাপ প্রভাব ফেলতে পারে এবং ভারতের জন্য তা একটি বড় ধাক্কা হতে পারে যে কোনও প্রতিযোগিতায়। টেস্ট অধিনায়ক করার পরেই গিলকে তাড়াহুড়ো করে একদিনের অধিনায়কত্ব এবং টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের পদ দেওয়া হয়েছে। সূর্যকুমার যাদব পদত্যাগ করলে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বও স্বাভাবিকভাবেই গিলের কাঁধেই আসবে।
কাইফ আরও বলেন, এটা নিশ্চিত যে কোনও খেলোয়াড় নিজে থেকে অধিনায়ক হতে বা তাঁকে অধিনায়ক বানানোর জন্য অনুরোধ করেন না। তাই এটা কেবল অজিত আগরকরের চাপিয়ে দেওয়া দায়িত্ব হিসেবেই মনে করা যেতে পারে। টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটিং ফর্মের অবনতির পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের পর, হয়ত গিলকেই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ঘোষণা করা হবে।
চলতি মাসে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে গিল একদিনের অধিনায়ক হিসেবে অভিষেক করবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।