IND vs WI Test: ভারতের লক্ষ্য দ্বিতীয় টেস্ট জয়, কেমন হবে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ?

Published : Oct 08, 2025, 02:20 PM ISTUpdated : Oct 08, 2025, 02:32 PM IST
IND vs WI 2nd Test

সংক্ষিপ্ত

IND vs WI Test: দিল্লী টেস্টের পিচ সামনে এসেছে। জানা যাচ্ছে, আহমেদাবাদের মতো নয়! বরং, উল্টো ধরণের পিচ বানানো হয়েছে দ্বিতীয় টেস্টের জন্য। আর এই পিচে বেশি সাহায্য পাবেন ব্যাটাররা।

IND vs WI Test: প্রথম টেস্টে মাত্র আড়াই দিনে জয় ছিনিয়ে নেয় ভারত (india vs west indies test live streaming)। এবার পরের ধাপ। আগামী ১০ অক্টোবর থেকে, দিল্লীর অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট (india vs west indies test series 2025)। 

পিচ কেমন হবে?

তার ঠিক দুদিন আগে দিল্লী টেস্টের পিচ সামনে এসেছে। জানা যাচ্ছে, আহমেদাবাদের মতো নয়! বরং, উল্টো ধরণের পিচ বানানো হয়েছে দ্বিতীয় টেস্টের জন্য। আর এই পিচে বেশি সাহায্য পাবেন ব্যাটাররা।

 

 

এখানকার পিচে কিছুটা ঘাস রাখা হয়েছে। তবে বেশিরভাগ জায়গাই অবশ্য ফাঁকা। সেইসঙ্গে, কালো মাটির পিচে খেলা হবে। তাই সেক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে পারেন ব্যাটাররা। তবে পরেরদিকে পিচ শুকিয়ে গেলে আবার স্পিনাররা সাহায্য পেতে পারেন। 

এই মাঠে শেষ টেস্ট খেলা হয়েছিল ২০২৩ সালে

ফলে, একটি বিষয় পরিষ্কার যে, দিল্লীর পিচ কিন্তু বেশ ব্যাটিং সহায়ক হতে চলেছে। তাছাড়া আউটফিল্ডও যথেষ্ট গতিশীল থাকবে বলে খবর। প্রসঙ্গত, গত ২০২৩ সালে শেষবার এই মাঠে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচ মাত্র তিনদিনের মধ্যেই শেষ হয়ে গেছিল। অজিরা ৬ উইকেটে পরাজিত হয়।

অন্যদিকে, প্রথম টেস্টে জয়ের পর ভারত অধিনায়ক শুভমান বলেন, "আমরা গোটা দল হিসেবে একটা নিখুঁত ম্যাচ খেলতে পেরেছি। ভারতের হয়ে তিনজন শতরান করেছে। শুধু তাই নয়, ফিল্ডিংও যথেষ্ট ভালো করেছে। সত্যি কথা বলতে গেলে, আমার কোনও অভিযোগ নেই। এই পিচ ব্যাট করার জন্য নিঃসন্দেহে ভালোই ছিল। এটা ঠিক যে, আমরা কয়েকজন ভালো শুরু করেও বড় রান পাইনি। এটা আক্ষেপ! তবে আমি কেএল রাহুল, ধ্রুভ জুরেল এবং রবীন্দ্র জাডেজার জন্য ভীষণ খুশি।’’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম