IND vs WI Test: আসন্ন ভারত সফরের জন্য এবার টেস্ট দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ind vs wi test 2025 squad)। ভারতের বিরুদ্ধে তারা দুটি টেস্ট ম্যাচ খেলবে। সেই সিরিজ়ের জন্যই এবার দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ় (ind vs wi test 2025)।
ভারতের বিরুদ্ধে এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন রোস্টন চেজ। মোট ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড। দলে একজন নতুন মুখ ছাড়াও, ফেরানো হয়েছে আরও দুই ক্রিকেটারকে। তবে বাদ পড়েছেন ১০০-র বেশি টেস্ট খেলা প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে আগামী ২ অক্টোবর। আর দ্বিতীয় টেস্ট রয়েছে আগামী ১০ অক্টোবর থেকে। এই দুই টেস্ট ম্যাচের সিরিজ়ের জন্য মঙ্গলবার, দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ়। সেই টেস্ট দলে ফিরলেন দুই ব্যাটার তেজনারাইন চন্দ্রপল এবং অ্যালিক অ্যাথানাজ়। ২৯ বছর বয়সী তেজনারাইন শেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালের জানুয়ারি মাসে।
অপরদিকে, ২৬ বছর বয়সী অ্যাথানাজ় ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলেন চলতি ২০২৫ সালের জানুয়ারি মাসে। সূত্রের খবর, স্পিন বল খেলার দক্ষতার জন্যই তাদেরকে ভারত সফরের দলে রাখা হয়েছে। এই প্রথম টেস্ট দলে সুযোগ পেয়েছেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার খারি পিয়ের।
ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে তিনটি একদিনের ম্যাচ এবং দশটি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। তিনি মূলত বাঁ-হাতি স্পিনার এবং ব্যাটার। ফলে, ভারতের পিচে তাঁর স্পিন কার্যকর হবে বলেই মনে করছেন ওয়েস্ট ইন্ডিজ়। তবে ফর্মে নেই বলেই বাদ পড়েছেন দলের প্রাক্তন অধিনায়ক ব্রেথওয়েট।
ওয়েস্ট ইন্ডিজ়: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), তেজনারাইন চন্দ্রপল, জাস্টিন গ্রিভস, শাই হোপ, কেভলন অ্যান্ডারসন, অ্যালিক অ্যাথানাজ়, জন ক্যাম্পবেল, টেভিন ইলমাচ, আলজারি জোসেফ, খারি পিয়ের, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, অ্যান্ডারসন ফিলিপ এবং জেডেন সিলস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।