
India A Women Cricket: অস্ট্রেলিয়া এ মহিলা দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচে জয়ের অনেকটাই কাছে পৌঁছে গেছে ভারত এ মহিলা দল। প্রথম ইনিংসে ৬ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৬০ রান করেছে। আর একদিন বাকি থাকতেই এখন ২৫৪ রানের লিড রয়েছে ভারতের কাছে। জোশিতা (৯) এবং তিতাস সাধু (২) ক্রিজে রয়েছেন। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করে ৮৬ রান করা রাঘবী বিস্ট ভারতকে ভালো জায়গায় পৌঁছে দেন।
প্রথম ইনিংসে তিনি ৯৩ রান করেছিলেন। এর আগে, সিয়েনা জিঞ্জারের (১০৩) সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে লিড পেয়েছিল। ভারতের প্রথম ইনিংসের ২৯৯ রানের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া ৩০৫ রান তোলে।
দ্বিতীয় ইনিংসে অবশ্য ভারত ভালোই শুরু করেছিল। শেফালি ভার্মা (৫২) আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতকে ভালো জায়গায় পৌঁছে দেন। নন্দিনী কাশ্যপ করেন ১২ রান, ধারা গুজ্জার ২০ এবং তেজল হাসাবনিস ৩৯ রান যোগ করেন স্কোরবোর্ডে। তবে অর্ধশতক করার পরেই তিনি আউট হন। ৫৮ বলে ২টি ছক্কা এবং ২টি চারের সুবাদে ৫২ রান করেন। শেফালির পর হাসাবনিসও আউট হন। এর ফলে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৪০ রান।
দুরন্ত লড়াই ভারতের?
এরপর বিস্ট এবং তনুশ্রী সরকার (২৫) ইনিংস সামাল দেন। তারা দুজনে ৬৮ রান যোগ করেন স্কোরবোর্ডে। তনুশ্রীকে আউট করে প্রেস্টউইজ অস্ট্রেলিয়াকে সাফল্য এনে দেন। এরপর আসা মিন্নু মানি (০) এবং রাধা যাদব (১০) খুব একটা বড় রান করতে পারেননি। তার মধ্যে বিস্টও আউট হন। ১১৯ বলে ১৩টি চারের সাহায্যে ৮৬ রান করেন তিনি। জোশিতা এবং তিতাস এরপর আর কোনও উইকেট পড়তে দেননি। ৫ উইকেটে ১৫৮ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া ১৪৭ রান যোগ করে। ১০৩ রান করা জিঞ্জার অস্ট্রেলিয়ার ইনিংসের মূল ভরসা ছিলেন।
ভারতের হয়ে সাইমা ঠাকুর ৩টি উইকেট নেন। রাধা যাদব এবং মিন্নু মানি ২টি করে উইকেট নেন। তিতাস সাধু, জোশিতা এবং তনুশ্রী সরকার ১টি করে উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে রাঘবী বিস্ট ছাড়াও জোশিতা (৫১) ভালো ব্যাটিং করেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।