
Ben Stokes injury: ভারতের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে খেলছেন না ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। চোটের জন্য তিনি ছিটকে গিয়েছেন। বৃহস্পতিবার ওভালে (The Oval, London) শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের (England vs India) সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচ। এই ম্যাচের জন্য মঙ্গলবারই দল ঘোষণা করেছিল ইংল্যান্ড। কিন্তু বুধবার জানা গেল, স্টোকসের পক্ষে খেলা সম্ভব হবে না। ম্যাঞ্চেস্টার টেস্ট (Manchester) চলাকালীন কাঁধে চোট পান ইংল্যান্ডের অধিনায়ক। সেই চোট নিয়েই তিনি ম্যাচের শেষ দিন বোলিং করেন এবং উইকেটও পান। তবে চোট নিয়ে খেলে কোনও লাভ হয়নি। ভারতীয় দল ম্যাচ বাঁচিয়ে নেয়। এরপর সিরিজের শেষ ম্যাচ থেকেও ছিটকে গেলেন স্টোকস। ফলে চাপে পড়ে গেল ইংল্যান্ড দল।
ইংল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওভালে স্টোকস খেলতে না পারায় নেতৃত্বে থাকবেন অলি পোপ (Ollie Pope)। সিরিজ জিততে হলে এই ম্যাচ অন্তত ড্র করতে হবে ইংল্যান্ডকে। তবে ভারতীয় দল যেভাবে কঠিন পরিস্থিতিতে অসাধারণ ব্যাটিং করে ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র করেছে, তাতে ওভালে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে। ম্যাঞ্চেস্টারে নির্দিষ্ট সময়ের আগেই স্টোকসের ড্রয়ের প্রস্তাব নাকচ করে দেয় ভারতীয় দল। যা নিয়ে দুই শিবিরের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলছে। ওভাল টেস্টে এর প্রভাব পড়তে পারে।
ওভাল টেস্টে স্টোকস ছাড়াও ইংল্যান্ড দলে নেই পেসার জোফ্রা আর্চার (Jofra Archer) ও ব্রাইডন কার্স (Brydon Carse) এবং স্পিনার লিয়াম ডসন (Liam Dawson)। জ্যাকব বেথেলকে (Jacob Bethell) দলে নেওয়া হয়েছে। তিনি ৬ নম্বরে ব্যাটিং করবেন। স্টোকস খেলতে না পারায় ইংল্যান্ড দলের ভারসাম্য নষ্ট হতে চলেছে। এই কারণেই অন্য খেলোয়াড়দের মাধ্যমে দলের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে ইংল্যান্ড শিবির। যদিও সেই চেষ্টা সফল হবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।