
London Weather Forecast: ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটেয় লন্ডনের (London) কেনিংটন ওভালে (Kennington Oval) ভারত-ইংল্যান্ড (England vs India) সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা। কিন্তু পরিস্থিতি যা, তাতে দেরিতে শুরু হতে পারে খেলা। কারণ, লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস বলছে, এই ম্যাচের প্রথম দিন খেলা চলাকালীন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিন লন্ডনের এই অংশে প্রায় চার ঘণ্টা ধরে বৃষ্টি চলতে পারে। সারাদিনই মেঘে ঢাকা থাকতে পারে আকাশ। ফলে এদিন কখন ম্যাচ শুরু হবে আর কতক্ষণই বা খেলা সম্ভব হবে, সে বিষয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতীয় দলে কাদের রাখা হবে, সে বিষয়ে জল্পনা চলছে। মেঘলা আবহাওয়ায় প্রথমে যে দল ফিল্ডিং করবে তারা সুবিধা পেতে পারে। ফলে ভারতীয় দলে পেসারের আধিক্য দেখা যেতে পারে। এই ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল হতে চলেছে। ইংল্যান্ড দলেও একাধিক বদল হচ্ছে। চোটের জন্য দলে নেই অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। চোটের জন্য খেলছেন না ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। পেসার জসপ্রীত বুমরাও (Jasprit Bumrah) ফিটনেসের সমস্যার কারণে মাঠের বাইরে থাকতে পারেন।
বুমরা ওভালে খেলবেন কি না, সে বিষয়ে ম্যাচের আগে ভারতীয় দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এই পেসারের কোমরে পুরনো চোট রয়েছে। সে কথা মাথায় রেখে এই সিরিজ শুরু হওয়ার আগে বিসিসিআই (BCCI) জানিয়েছিল, তিন ম্যাচ খেলবেন বুমরা। সেই সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এবার সিরিজের শেষ টেস্টেও এই পেসারকে বিশ্রাম দেওয়া হতে পারে। বুমরার পরিবর্তে খেলার সুযোগ পেতে পারেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। অনুশীলনে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। চোট সারিয়ে দলে ফিরতে পারেন আকাশ দীপ (Akash Deep)। এজবাস্টন টেস্টে (Edgbaston Test) ১০ উইকেট নিয়ে ভারতীয় দলকে জয় পেতে সাহায্য করেন এই পেসার। তিনি ফের ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় ভারতীয় শিবির।
দেড় মাস আগে ইংল্যান্ড সফরে গিয়েছে ভারতীয় দল। অনুশীলন, চার ম্যাচ খেলার পর ক্রিকেটাররা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত। ওভাল টেস্টে ক্লান্তির বিরুদ্ধেও লড়াই করতে হবে তাঁদের।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।